পরিযায়ী শ্রমিকের সচেতনতার নজির, গোবিন্দপুরের গর্ব এখন সুরজিৎ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হোম কোয়ারেন্টাইন পালন না করে বিভিন্ন এলাকায় অবাধে ঘুরছে বহু পরিযায়ী শ্রমিক। কিন্তু এবারে ঠিক তার উল্টো চিত্রই ধরা পরল বালুরঘাটের চকভৃগুর গোবিন্দপুর এলাকায়।

পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যদের সুরক্ষার কথা মাথায় রেখে বাথরুমে আশ্রয় নিয়েছেন এক পরিযায়ী শ্রমিক। নিজেকে পৃথকভাবে রাখা সুরজিৎ মন্ডল নামে ওই শ্রমিককে নিয়ে গর্ব এলাকায়।

জানা গিয়েছে, সম্প্রতি সিকিম থেকে চকভৃগুর গোবিন্দপুরে নিজের গ্রামে ফিরে এসেছেন ওই শ্রমিক। বাড়ির বাইরে একটি ফাঁকা জায়গায় থাকা ছোট্ট বাথরুমে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি।

করোনা আতঙ্কে আত্মঘাতী মালদায়, চাঞ্চল্য এলাকায়

বাড়িতে অন্য সদস্য ছাড়াও রয়েছে ছোট্ট সন্তানরা। ঘরে আলাদা থাকার জায়গার অভাবেই এই পরিকল্পনা। তবে সুরজিৎ মন্ডলের পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা। পরিবারের লোকজন ও গ্রামের বাসিন্দারা মিলে সুরজিৎ-কে ত্রিপল ও খাবার দিয়ে সব রকম ভাবে সাহায্য করছেন।

আক্রান্তর পরিসংখ্যানের নিরিখে সিকিম রাজ্য হটস্পট বা রেড জোন ঘোষিত হয়নি। তবুও ওই শ্রমিকের সচেতনতাকে প্রশংসা করেছেন সকলে।

পরিযায়ী শ্রমিক সুরজিৎ মন্ডল বলেন, বাড়িতে ঘর কম। সেখানে আলাদা থাকা প্রায় অসম্ভব। ভেবে চিন্তে বাথরুমেই ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার পরিকল্পনা নিয়েছি। এই বাথরুম সেভাবে ব্যবহার হয় না। তবে বাথরুমের ছোট্ট জায়গায় বর্ষাবাদলের দিনে যথেষ্ট সমস্যা রয়েছে। কিন্ত সকলের কথা মাথায় রেখে বাথরুমে আশ্রয় নিয়েছি।

সম্পর্কিত পোস্ট