নিউ টাউনের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে শুরু হল আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী ইস্ট টেক ২০২২ শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে।

নিউ টাউনের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সেনা,সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারারস এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআইআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনীতে ডিআরডিও, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত গোটা দেশের ২০০র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এবং স্টার্টআপ তাদের উৎপাদিত অত্যাধুনিক সমরাস্ত্র এবং সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনে বড় বদল, চালু একাধিক স্কলারশিপ

যার মধ্যে ন্যানো টেকনোলজি,কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স,জৈব রাসায়নিক যুদ্ধাস্ত্র, মনুষ্যবিহীন সামরিক সরঞ্জাম ইত্যাদি রয়েছে।প্রদর্শনীর উদ্বোধন করে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা বলেন,ইস্ট টেক ২০২২ প্রদর্শনী পূর্বাঞ্চলের পাশাপাশি সারাদেশে সেনাবাহিনীর জন্য উদ্ভূত প্রযুক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সহায়ক হবে।

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তুলে মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যের দিকে এক কদম এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্য প্রশাসন, এসআইডিএম, সি আই আই ছাড়াও সেনাবাহিনী ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট