অনন্ত মহারাজ ও সৌমেন্দু অধিকারীকে নিরাপত্তা কেন্দ্রের, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়ার সঙ্গে গত মাসেই দিনহাটার গোসানিমারি কান্তেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলেন অনন্ত মহারাজ। তারপর থেকেই রাজবংশী সমাজে অনন্ত মহারাজকে নিয়ে জল্পনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। জল্পনা ছড়িয়েছিল, এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন অনন্ত মহারাজ?

বিধানসভা ভোটের আগে অসমে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অনন্ত মহারাজ। রাজবংশী ভোট পেতে তাঁকে কাছে টানার বহু চেষ্টাই করে বিজেপি। যদিও আনুষ্ঠানিকভাবে কখনও বিজেপির হাত ধরেননি তিনি। তবে শোনাযায় আড়ালে আবডালে বিজেপিকেই সমর্থন করেন তিনি।

এবার আরও একধাপ এগিয়ে রাজবংশী ভোট ঝুলিতে টানতে অনন্ত মহারাজকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে Z ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহের মন্ত্রক।

পরবর্তী কর্মসূচী ঠিক করতে ত্রিপুরার পথে তৃণমূলের ৮ সাংসদ

গত বিধানসভা নির্বাচনেও একেবারে বিজেপি ঘনিষ্ঠ ছিলেন গ্রেটার কোচবিহার পিপসল অ্যাসোসিয়েশের কর্ণধার অনন্ত মহারাজ। একাধিক নির্বাচনী মিটিংয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর সেই অনন্ত মহারাজের সঙ্গে গত মঙ্গলবার রাতে দেখা করেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

এবারের রাজ্যে প্রবল তৃণমূলী হাওয়ার মধ্যেই কোচবিহারের রাজবংশী ভোটের অধিকাংশই গিয়েছে বিজেপির বাক্সে। তার নেপথ্যে অনন্ত মহারাজের ভূমিকা অনস্বীকার্য। তাই অনন্ত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তার আগে এই নিরাপত্তা প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট