ভয়াবহ বিমান দুর্ঘটনা অন্ডালে, মাঝ আকাশেই আহত ৪০ যাত্রী
দ্য কোয়ারি ডেস্ক: মাঝ আকাশে এয়ার পকেটে (air pocket) পড়ে বড় বিমান দুর্ঘটনা অন্ডালে (Andal Airport)। সূত্রের খবর ৪০ জন যাত্রী আহত হয়েছেন (injured)। তার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই বিমানবন্দর থেকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।
অন্ডালের আকাশে রবিবার আবহাওয়া বিশেষ ভাল ছিল না। এই অবস্থায় বিমানটি মাঝ আকাশে এয়ার পকেটে পড়ে যায়। কিন্তু পাইলট অনেক চেষ্টা করেও বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। একটি সূত্র মারফত জানা যাচ্ছে প্রবল ঝাঁকুনির চোটে বিমানটি ওলট-পালট হয়ে যায়।
আসন থেকে অনেক যাত্রী বিমানের মেঝে ছিটকে পড়েন। লাগেজ উপর থেকে যাত্রীদের উপর এসে পড়তে শুরু করে। তাতেই গুরুতর আহত হন যাত্রীরা। কোনরকমে এটিসির সহযোগিতায় রানওয়েতে অবতরণ করে বিমানটি। সেই সময়ও প্রবল ঝাঁকুনি হয়েছে বলে জানা যাচ্ছে।
বিমানবন্দর থেকেই অ্যাম্বুলেন্সে (ambulance) করে আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে একজন যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি এখনও বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।