Andhra Pradesh: হঠাৎ ২৪ মন্ত্রীর ইস্তফায় ভেঙে গেল অন্ধ্রের মন্ত্রিসভা!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হঠাৎ ভেঙে গেল অন্ধপ্রদেশের (Andhrapradesh) মন্ত্রিসভা! তবে কি জগনমোহন রেড্ডির (Jaganmohan Reddy) সরকারে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে? সাধারণত সরকার সংখ্যাগরিষ্ঠতা হারালে তবেই ভেঙে দেওয়া হয় গোটা মন্ত্রিসভা। কিন্তু দক্ষিণের এই রাজ্যে তেমন কিছু ঘটেনি। নতুনদের মন্ত্রী করতেই মন্ত্রিসভার বর্তমান সদস্যদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে। তাতে একচেটিয়া সাফল্য পেয়ে ক্ষমতায় আসে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress)। সেই সময় জগনমোহন ঘোষণা করেছিলেন প্রথমে যারা মন্ত্রী হবে আড়াই বছর পর তাদেরকে পদ ছেড়ে দিতে হবে। সেই জায়গায় নতুনরা আবার মন্ত্রী হবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অন্ধপ্রদেশের ২৪ জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে ইস্তফাপত্র (Resign) তুলে দেন।
শোনা যাচ্ছে কমবয়সী তরুণ নেতাদের এবার মন্ত্রী করবেন জগন্মোহন। ২০২৪ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পদক্ষেপ করলেন তিনি। তবে যে মন্ত্রীরা আজ ইস্তফা দিয়েছেন তাঁদেরকে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
এমনিতে অন্ধ্রপ্রদেশে একচেটিয়া দাপট জগমোহনের দলের। তবে নিচুতলায় চোরা স্রোত বইছে। নিচু তলায় সংগঠন গোছানোর কাজ শুরু করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে যাতে অসন্তোষ দেখা না দেয় সেই জন্যেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পূর্বপ্রতিশ্রুতি রাখলেন বলে রাজনৈতিক মহলের ধারণা। সূত্রের খবর আগামী ১১ এপ্রিল অন্ধ্রপ্রদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেবে।