গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ শুনলে চমকে যাবেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh) কে গ্রেপ্তার করল সিবিআই। তার বিরুদ্ধে নথিভূক্ত দুর্নীতি মামলার (Corruption case) অভিযোগ ওঠে।
এর আগে সিবিআই অনিল দেশমুখের ব্যক্তিগত সহকারী কুন্দন শিন্দে (Kundan Shinde) এবং সচিব সঞ্জীব পালান্দেকেও (Sanjeev Palande) গ্রেপ্তার করেছিল। সঙ্গে পুলিশ পরিদর্শক শচীন ওয়াজেকে (Sachin Vaze) বরখাস্ত করেছিল।
অনিল দেশমুখ গ্রেফতার হওয়ার আগেই বোম্বে হাইকোর্ট তার আরজি শুনতে অস্বীকার করে। বিচারপতিরা নির্দেশ দেন এই মামলা অন্য বেঞ্চের সামনে পেশ করার জন্য। ৪এপ্রিল, সোমবার বিশেষ আদালতে শুনানির সময় সিবিআই অভিযোগ করে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবেই হেফাজত এড়াতে চাইছিলেন। তাই অসুস্থ হওয়ার ভান করে তিনি জেজে হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্র বলছে, অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি অনিল দেশমুখ কে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। ২০২১ সালের নভেম্বরের এনসিপি নেতা নবাব মালিককে( Nawab Malik) এনফোর্সমেন্ট দিরেক্টর (ED) দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল। গত সপ্তাহে মুম্বাইয়ের একটি আদালত তাকে আলাদা একটি দুর্নীতি মামলায় হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।
RJ Ayantika : ট্রোলিং অব্যাহত, বাস্তবে অয়ন্তিকার বক্তব্য কতটা সত্য ভেবেছেন কি?
প্রাক্তন মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং বলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ রাজ্যের পুলিশ কর্মীদের প্রতিমাসে বিভিন্ন রেস্তোরাঁ এবং বার থেকে ১০০ কোটি টাকা আদায় লক্ষ্য দিয়েছিলেন।
যদিও এই অভিযোগ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেন। বোম্বে হাইকোর্ট গত বছরের এপ্রিল মাসে সিরিয়ায় কে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার পর অনিল দেশমুখ রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।