Anis khan Death : রিজওয়ানুর কাণ্ডের সঙ্গে আনিসের যোগ, রাজ্য জুড়ে দফায় দফায় প্রতিবাদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেড় দশক আগে রিজওয়ানুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। সামনে দাঁড়িয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমতার আনিস খান হত্যার ( Anis khan Death ) রহস্যের প্রতিবাদে সেই রিজওয়ানুর কাণ্ডের ছায়া দেখা যাচ্ছে।

তবে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা বদলে গিয়েছে। সেই দিন তিনি ছিলেন রাজ্যের প্রধান বিরোধী নেত্রী, আর আজ তিনি টানা তিনবারের মুখ্যমন্ত্রী। আনিস খানের রহস্যজনক মৃত্যুর ( Anis khan Death ) ঘটনায় গোড়া থেকেই কাঠগড়ায় উঠেছে পুলিশের ভূমিকা। পুলিশের পোশাক পড়ে চার দুষ্কৃতী ওই ছাত্র নেতার বাড়িতে গিয়েছিল, নাকি আমতা থানার সিভিক ভলেন্টিয়াররা এই অপকর্ম করেছে তা এখনও পরিষ্কার হয়নি।

এমনকি এই দুঃখজনক ঘটনায় গোড়া থেকেই তদন্তে পুলিশ ঢিলেঢালা ভাব দেখাচ্ছে বলেও রাজ্যের বিরোধীদের অভিযোগ। একই অভিযোগ করেছে আনিসের ( Anis khan Death ) পরিবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার আনিসের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন সিট গঠন করেছে। যদিও ওই ছাত্রনেতার পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়।

Anis khan Death

এই অবস্থায় সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ময়দানে নেমেছে বামেরা। তারা কোনভাবেই এই ইস্যুটি হাতছাড়া করতে রাজি নয়। বাম ছাত্র সংগঠনগুলির বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি, মিছিলের পাশাপাশি সিপিএম একাধিক কর্মসূচি নিয়েছে আনিসকে ন্যায়বিচার পাইয়ে দিতে।

Westbengal Budget 2022 : রাজ্যপালকে এড়িয়েই বাজেট অধিবেশন ডাকার তোড়জোড়

সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য আমতা থানা ঘেরাও শুরু করেছে বাম নেতা কর্মীরা। তাদের দাবি যতক্ষণ না আনিসের খুনিকে গ্রেফতার করা হচ্ছে ততদিন এই ঘেরাও কর্মসূচি চলবে। বাম সমর্থক বলে পরিচিত নাগরিক সমাজের প্রতিনিধিরাও আনিস খানের মৃত্যুর প্রতিবাদে দলীয় পতাকা ছাড়া মিছিলে পা মিলিয়েছে। সেখানেও গোটা ঘটনাকে রিজওয়ানুর রহমান কাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে লেখা পোস্ট করেছেন সেখানে স্পষ্ট রিজওয়ানুর কাণ্ডের সঙ্গে এই ঘটনার তুলনা করতে দেখা গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আনিসের পরিবারের মুখ বন্ধ করার প্রচেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।

ওয়াকিবহাল মহলের মতে রিজওয়ানুর কাণ্ডের সঙ্গে আনিসের মৃত্যু রহস্যের তুলনা করে আসলে আন্দোলনকে বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে যেতে চাইছে বামেরা। এক্ষেত্রে তাদের সামনে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা পথপ্রদর্শনের কাজ করছে! এখন দেখার এই ছাত্র নেতার রহস্যজনক মৃত্যুর প্রভাব রিজওয়ানুর কাণ্ডকে ছাপিয়ে যেতে পারে কিনা।

সম্পর্কিত পোস্ট