Anis Khan Murder : কম্পালসারি ওয়েটিংয়ে OC, কিন্তু SP-র বেলায় অন্য নিয়ম! বিধায়কের স্বামী বলেই কী ব্যতিক্রম?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিভিক ভলেন্টিয়ার-হোমগার্ড দিয়ে পরিস্থিতি সামলানো গেল না বলেই এবার বলির পাঁঠা ওসি? আনিস কাণ্ডে এসপিকে বাঁচাতে আর কি কি করবে রাজ্য সরকার? আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর পর এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এলাকার মধ্যে পড়ে আমতা থানা।

সেখানকারই প্রতিবাদী ছাত্র আনিস খান মৃত্যু ( Anis Khan Murder ) রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। স্বাভাবিকভাবেই জেলা পুলিশের সর্বময় কর্তা হিসেবে পুলিশ সুপারকে এই ঘটনার দায় নিতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে গোড়া থেকেই এসপি সৌম্য রায়কে আড়াল করার চেষ্টা করছে নবান্ন। তিনি তৃণমূল বিধায়কের স্বামী বলেই কি সরকার তাকে বাঁচাতে অতি তৎপর?

আনিস খানের রহস্য মৃত্যুতে ( Anis Khan Murder ) আমতা থানা পুরোপুরিভাবে জড়িয়ে গিয়েছে বলে যে শুধু এসপিকে অপসারণের দাবি তোলা হচ্ছে তা কিন্তু নয়। বরং বিভিন্ন মহল থেকে নির্দিষ্ট অভিযোগ উঠেছে, স্থানীয় তৃণমূল বিধায়কের চাপে পুলিশ সুপার সৌম্য রায় আমতা থানাকে আনিসের বিষয়টি বিশেষভাবে দেখতে বলেছিলেন।

তৃণমূল আমলে বারেবারে অপদস্ত হয়েছে পুলিশ, হঠাৎ তাদেরই কেন বাঁচাতে চাইছে শাসক পক্ষ?

তারপরের পরিণতি সকলেরই জানা। সেই কারণেই স্থানীয় তৃণমূল বিধায়ক ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপারকে এই ঘটনায় সমানভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে। খোদ পুলিশ সুপারের বিরুদ্ধে এইরকম গুরুতর অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে স্বচ্ছ তদন্তের স্বার্থে তাঁকে সরিয়ে দেওয়া উচিত ছিল নবান্নের।

Anis Khan Murder

ইতিমধ্যেই আনিসের ( Anis Khan Murder ) পরিবারের একাংশ পুলিশ সুপারকে গ্রেফতারের দাবি জানিয়েছে। সেই দাবি মানা না হলেও নিদেনপক্ষে সৌম্য রায়কে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিৎ। অথচ দেখা গেল এসপিকে ছাড় দিয়ে শুধুমাত্র ওসি দেবপ্রসাদ ভট্টাচার্যকে বৃহস্পতিবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হল।

যদিও ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার বৃহস্পতিবার‌ই আদালতে যাওয়ার পথে অভিযোগ করেন, তাঁরা যা করেছেন সবই ওসির নির্দেশে। উচু তলার কর্তাদের বাঁচাতে তাঁদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এরকম গুরুতর অভিযোগ ওঠার পর কেন ওসিকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে কি হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এসপি, অ্যাডিশনাল এসপি ও স্থানীয় বিধায়ককে ছাড় দিতেই খুব বেশি কড়া হতে পারল না রাজ্য প্রশাসন? এই প্রশ্নের জবাব কে দেবে?

একমাত্র বিচার বিভাগের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হলে যাবতীয় প্রশ্ন ও সংশয়ের সমাধান হতে পারে। কিন্তু রাজ্য প্রশাসন আদৌ কি সেই দাবি মেনে নেবে? এক্ষেত্রে আন্দোলন ( Anis Khan Murder ) কতটা তীব্র আকার নিচ্ছে তার উপরেই সবকিছু নির্ভর করবে।

সম্পর্কিত পোস্ট