Anis Khan Postmortem : আনিসের দ্বিতীয় ময়নাতদন্তে আদৌ কোনও লাভ হবে?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনিস খানের মৃত্যু রহস্যের যাবতীয় পর্দা উন্মোচনের জন্য নিয়ম মানা হল। আবার অভিযুক্তদের রেহাই দিতে যে মূল্যবান সময় অপচয় করা দরকার ছিল সেটাও হল। এই দুইয়ের ফাঁক গলে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিন্তু মৃত আনিস কি আদৌ ন্যায়বিচার পাবে?
আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস কানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একেবারে গোড়া থেকে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সত্যি সেই রাতে পুলিশকর্মীরা আনিসের বাড়ি গিয়েছিল নাকি ভুয়ো পরিচয়ে কেউ হামলা করেছিল, তা অন্য বিষয়।
Anis Khan Postmortem
কিন্তু ছাদ থেকে আনিস পড়ে যাওয়ার পর আমতা থানায় খবর পাঠালেও তারা বহু দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছয়। এমনকি এত বড় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা হলেও অকুস্থল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।
আনিসের দেহের প্রথম ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি বলে অভিযোগ উঠেছে। বিচারকও সেইমতে একপ্রকার সম্মতি দিয়েছেন। সেই কারণেই দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়। সোমবার সেই দ্বিতীয় ময়নাতদন্তের পর্ব সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, যতই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক না কেন তা কি কখনওই প্রথমবারের মতো ফল দিতে পারে?
Municipal Election 2022 : নির্দলরা জায়গা পাবেন তৃণমূলে?
আগে একবার ময়নাতদন্ত হয়েছে মানে সেই দেহে প্রচুর কাটাছেঁড়ার দাগ আছে। পাশাপাশি বেশ কিছুদিন সেই দেহ মাটি চাপা থাকার পর ফের তা তুলে নিয়ে ময়নাতদন্ত হওয়ার মাঝের সময়টায় বেশকিছু বিকৃতি দেখা দেয়। যা দ্বিতীয় ময়নাতদন্তে যথেষ্ট প্রভাব ফেলতে পারে! এখানেই প্রশ্ন, আদৌ কি দ্বিতীয় ময়নাতদন্ত করে আনিসের মৃত্যুর রহস্য রহস্য উন্মোচন সঠিকভাবে করা সম্ভব হবে?
কেন প্রথম ময়নাতদন্ত সঠিকভাবে হল না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এই দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের ফাঁকতালে যাতে কোনও অভিযুক্ত পালিয়ে যেতে না পারে সেই দিকে সকলের কড়া নজর রাখা উচিত।