১৪ বছরের প্রেম ছাদনাতলায় ? তৈরী বেনারসি-পাঞ্জাবি ! বিয়ের জল্পনা বাড়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা

এবার সম্ভবত বর-কনে রূপে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দেখার ইচ্ছেপূরণ হতে চলেছে অনুরাগীদের। জোরকদমে চলছে কেনাকাটি! ১৪ বছরের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে ? সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।

শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথমার্ধেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের তারকাজুটি। ঐন্দ্রিলার শেয়ার করা একটি ভিডিও থেকেই প্রথমে জল্পনার সূত্রপাত। আসলে ভিডিওতে দুই তারকার একে অপরের জন্য কেনাকাটি দেখেই বিয়ের জল্পনা তুঙ্গে। সেখানেই দেখা গেল পোশাকশিল্পী অভিষেক রায়ের বুটিকে শপিং করতে গিয়েছেন তাঁরা। কখনও ঐন্দ্রিলা গায়ে শাড়ি ফেলে দেখছেন তো কখনও বা অঙ্কুশ শেরওয়ানি পছন্দ করছেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত অভিষেকের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এপ্রসঙ্গে দুই তারকার মুখে কুলুপ!

অভিনেত্রী জানিয়েছেন, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।” বছর শেষের আগেই ঐন্দ্রিলার একটি পোস্টে শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগীদের প্রশ্ন, ‘তাহলে কি উৎসবের আবহেই বিয়েটা সারতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ?’ চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি। এবার এক ভিডিওতেই বিয়ের জল্পনা বাড়িয়ে দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *