করোনার গ্রাসে বালিগঞ্জের এক তরুণ, কলকাতায় বাড়ল আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার গ্রাসে কলকাতার আরও এক তরুণ। শুক্রবার সকালে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, আক্রআন্ত তরুণ বালিগঞ্জের বাসিন্দা। কিছুদিন আগেই ইংল্যান্ড থেকে ফিরেছে ওই যুবক। ১৬ তারিখ যুবকের দেহে করোনা উপসর্গ মেলে। তারপর থেকে কোয়ারেন্টিনে ছিলেন তিনি। শুক্রবার পজিটিভ রিপোর্ট আসার পর বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এই মুহুর্তে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ওই যুবক।
আরও পড়ুনঃ করোনার জেরে মৃত ৩৪০৫, চিনকে ছাপিয়ে গেল ইতালি
হাসপাতাল সূত্রের খবর, তরুণ পরীক্ষা করতে গেলে লন্ডন ফেরত শুনেই চিকিৎসকরা সতর্ক হন। বৃহস্পতিবার থেকে যুবকের কাশি শুরু করে তাঁর দেহের নমুনা নাইসেডে পাঠানো হয়। সেখান থেকেই যুবকের রিপোর্ট পজিটিভ মেলে। লন্ডনে যুবকের আরও বন্ধুর দেহে কোভিড-১৯ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। যদিও তরুণের সংস্পর্শে এসে অন্য কেউ আক্রান্ত হয়েছেন কি না খোঁজ চলছে।
এই নিয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২। এর আগে ইংল্যান্ড থেকে ফিরেই করোনা আক্রান্ত হন এক তরুণ। চিকিৎসকের কোনও পরামর্শ না মেনে শহরের একাধিক জায়গা ঘোরাফেরা করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।
এই নিয়ে ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২০০ জন। এখনও অবধি মৃত্যু হয়েছে ৪ জনের। দাবানলের মত ক্রমশ ছড়িয়ে পড়ায় চিন্তায় ভ্রু কুঁচকেছে প্রশাসনের।