‘নিভার’ এর পরেই ঘূর্ণিঝড় ‘বুরেভি’-র সম্মুখীন দক্ষিণ ভারত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় ‘নিভার’ এর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক ঘূর্ণিঝড়ের সম্মুখীন দক্ষিণ ভারত। শক্তি হারালেও দক্ষিণ ভারতের একাধিক জেলায় উপস্থিত জেলায় খুব শীঘ্রই আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’। শ্রীলঙ্কার উপকূল পেরিয়ে তামিলনাড়ুর রামানাথপুরম সহ তুতিকোরিনের উপকুলে আছড়ে পড়তে চলেছে ‘বুরেভি;। আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহুর্তে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়। যার গতিবেগ হতে পারে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা।

শনিবার রাতে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘বুরেভি’-র গতিবেগ ছিল ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। শুক্রবার যা কন্যাকুমারী এবং পাম্বান পেরিয়ে তামিলনাড়ুতে প্রবেশের কথা। ইতিমধ্যেই কেরল এবং তামিলনাড়ুর উপকুলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় নিভারের থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।

আরও পড়ুনঃ বিশ্বভারতীর পৌষ উৎসবে প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বুরেভিতে কতটা তৈরি দুই রাজ্য? পরিস্থিতি জানতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালনিস্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে সমস্ত রকমের সাহায্য মিলবে আশ্বাস প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

শুক্রবার সকাল ১০ টা থেকে বন্ধ রয়েছে তিরুবন্তপুরম বিমানবন্দর। এছাড়াও আগে থেকেই বন্ধ রয়েছে মাদুরাই বিমানবন্দর। দক্ষিণ ভারত জুড়ে বাতিল ৭০ টি বিমান। তুতিকোরিন বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। বিমান যাত্রীদের বিমানের চলাচল নিয়ে খোঁজ নিতে বলেছে স্থানীয় প্রশাসন। ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ুর একাধিক জেলাতে ছুটি ঘোষণা করেছে সরকার। কেরলের ৫ টি জেলায় ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মোট ২০০০ টি ত্রানশিবির গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট