ইবোলায় আবার মৃত্যু! বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ দু’বছর পর ফের ইবোলায় মৃত্যু হল। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় এই বিপর্যয় নেমে এসেছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়টি ইতিমধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, গত ১৫ আগস্ট ইবোলায় আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয় এক মহিলার। যাতে এই ভয়ঙ্কর মারণ ভাইরাস আর ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কঙ্গো।

কঙ্গোর পূর্ব প্রান্তের শহর বেনির বছর ৪৬ এর এক মহিলা জুলাইয়ের‌ শেষে ইবোলা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি গত ১৫ আগস্ট মারা যান। তাঁর দেহে ইবোলা জাইরে স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই স্ট্রেনটি  ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দাপট চালানো ইবোলা ভাইরাসের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যে এক। ফলে আতঙ্ক ছড়িয়েছে আফ্রিকাজুড়ে।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২০ সালের ইবোলা সংক্রমণের জেরে কঙ্গোয় ২,০০০ জনের মৃত্যু হয়। ওটা কঙ্গোয় ইবোলা সংক্রমণের ১০ম ঢেউ ছিল। এবার, দু’বছর পর ইবোলার একাদশতম ঢেউ শুরু হল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিচুতলার হতাশার প্রতিফলন? দিলীপকে নিয়ে চিন্তা বাড়ছে বিজেপির

১৯৭৬ সালে এই মধ্য আফ্রিকাতেই প্রথম ইবোলা সংক্রমণ ধরা পড়ে। ইবোলা আক্রান্তের সিম্পটম হল- মাথা ঝিমঝিম করা, গাঁটে গাঁটে ব্যাথা, জ্বর, গায়ে ব়্যাশ বেরোনো, ভমি। বাড়াবাড়ি হলে দাঁতের মাড়ি ও মলের সঙ্গে রক্ত বের হয়। হু জানিয়েছে, ইবোলায় মৃত্যু হার ৫০%। এখনও পর্যন্ত সর্বাপেক্ষা মারণ ক্ষমতাসম্পন্ন ভাইরাস এটাই। মূলত ফলাহারী বাদুর থেকে এই ভাইরাস মানুষের দেহে ছড়ায়।

কঙ্গো সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছে।

সম্পর্কিত পোস্ট