হরিয়ানায় হইহই, ১৫ আগস্ট কৃষকদের ট্রাকটর মিছিল, তাড়া খাচ্ছে মন্ত্রীরা

দ্য কোয়ারি ডেস্ক:  দিল্লির পর এবার হরিয়ানার ঝিন্ধ শহর ঘিরে কৃষক ট্রাকটর মিছিল হবে। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকদের হুমকি আসন্ন স্বাধীনতা দিবসের দিন হরিয়ানার কোনও মন্ত্রীকে জাতীয় পতাকা তুলতে দেওয়া হবে না।

সারাভারত কৃষক সভা (AIKS) ও বিভিন্ন কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ কিষান সংঘর্ষ কো অর্ডিনেশন কমিটি (AIKSCC) জারি করেছে হুলিয়া। জানানো হয়েছে রাজ্যে স্বাধীনতা দিবসের দিন মন্ত্রীদের কোনও অবস্থায় জাতীয় পতাকা তুলতে দেওয়া হবেনা।

কৃষক বিক্ষোভে হরিয়ানা প্রথম থেকেই রাজভবন বিতর্কের কেন্দ্রে। রাজ্যের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার গতবছর কৃষকদের দিল্লি অভিযানে বাধা দেন। হরিয়ানা সরকারের বাধা উপড়ে কৃষকরা দিল্লির কাছে জড় হন। গতবছর ২৬ জানুয়ারি প্রবল হিংসাত্মক কৃষক আন্দোলন হয়। লালকেল্লায় ঢুকে পড়েন বিক্ষোভকারী কৃষকরা। উড়িয়ে দেন পতাকা। সবমিলে আন্দোলন হয়েছিল রক্তাক্ত।

ইতিমধ্যেই দিল্লির যন্তর মন্তরে কৃষকদের বিশেষ সংসদ বসছে। সংসদের অধিবেশনের দিন এই কৃষক সংসদ থেকে নতুন করে বিক্ষোভের রেশ ছড়াচ্ছে। তার আঁচ গিয়ে পড়ছে হরিয়ানায়।

কৃষকদের হুমকি, স্বাধীনতা দিবসের দিন হরিয়ানায় বিশেষ ট্রাকটর মিছিল হবে। প্রশাসন কোনওভাবেই যাতে বাধা না দেয়। বিভিন্ন গ্রামে বিজেপি নেতা, মন্ত্রীরা প্রবেশ করলেই তাড়া করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট