কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই শুরু র্যাপিড অ্যান্টিবডি টেস্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমন রুখতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে পর্যন্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ লকডাউনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিন।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৭ জেলার অবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় কেন্দ্র বনাম রাজ্যে সংঘাত চরমে উঠেছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
অন্যদিকে, করোনাভাইরাসের মোকাবিলায় আরও বেশি পরীক্ষার উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি, রাজ্য জুড়ে র্যাপিড অ্যান্টিবডি টেস্টও করতে উদ্যোগী রয়েছে স্বাস্থ্যভবন।
সেই মোতাবেক রাজ্যে আজ থেকে শুরু হল র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। এই টেস্টের জন্য কেন্দ্রের কাছে ৫০ হাজার কিট চেয়েছিল রাজ্য। কিন্তু মাত্র ১০ হাজার কিট এখনো পর্যন্ত রাজ্যের হাতে এসে পৌঁছেছে।
প্রথম দফায় অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে বেলগাছিয়া বস্তিতে। এসএসকেএম-এর চিকিৎসকরা সেখানে গিয়ে বাসিন্দাদের নমুনা সংগ্রহে নেমেছেন।
West Bengal: Rapid antibody tests for #COVID19 being done at Belgachia in Kolkata, which is one of the sensitive areas. pic.twitter.com/iV20aznAR6
— ANI (@ANI) April 21, 2020
আরও পড়ুনঃ করোনা আপডেটঃ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন, রেকর্ড বৃদ্ধি রাজ্যে
সেইসঙ্গে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোন জেলায় কোন হাসপাতাল র্যাপিড টেস্ট করবে। সেগুলি হল-
- দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি তে টেস্ট করবেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।
- পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে টেস্ট করবেন মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে টেস্ট করবেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসকেরা।
- বারাসাত ও উত্তর ২৪ পরগণায় টেস্ট করবেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- বীরভূম ও রামপুরহাটে টেস্ট করবেন রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- পূর্ব ও পশ্চিম বর্ধমানে টেস্ট করবেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- পুরুলিয়াতে টেস্ট করবেন দেবেন মাহাত পুরুলিয়া মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- বাঁকুড়া ও বিষ্ণুপুরে টেস্ট করবনে বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
- মূর্শিদাবাদ ও নদীয়া তে মূর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসকেরা এই টেস্ট করবেন।
- ডায়মন্ডহারবারে এই টেস্ট করবেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
উত্তরবঙ্গঃ
- কোচবিহার ও আলিপুরদুয়ারে কোচবিহার মেডিকেল কলেজ
- দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি – উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
- উত্তরদিনাজপুর- রায়গঞ্জ মেডিকেল কলেজ
- দক্ষিণ দিনাজপুর, মালদা- মালদা মেডিকেল কলেজ।
প্রসঙ্গত, হাওড়া, উত্তর ২৪ পরগণা , পূর্ব মেদিনীপুর ও কলকাতাকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। চলছে কড়া পুলিশ প্রহরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিল করে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বর্ডার এলাকা।
তবে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করার সঙ্গে সঙ্গেই ফল প্রকাশ করা হবে না। রবিবার এমনই একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।সংশ্লিষ্ট এলাকায় যাতে কোনো রকম আতঙ্ক না ছড়ায় সেদিকে নজর রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।