বীরভূমে ভোটের আগে কমিশনের নজরবন্দী অনুব্রত মণ্ডল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিবারের নির্বাচনের আগেই তাঁকে নজরবন্দী করে রাখে নির্বাচন কমিশন। এবারেও বীরভূমের ঠিক দু’দিন আগেই জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নজরবন্দী করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা অবধি নজরবন্দী থাকবেন বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি।

কমিশনের তরফে জানানো হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। ওই সমস্ত অভিযোগ এবং বীরভূমের জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের রিপোর্টে ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৯ তারিখা শেষ দফার নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভিডিওগ্রাফের মাধ্যমে নজর রাখা অনুব্রত মণ্ডলের ওপর। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ সপ্তম দফার নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

এর আগে ২০১৬ এবং ২০১৯ সালেও তাঁকে নজরবন্দী করেছিল নির্বাচন কমিশন। সেবারেও নজরবন্দী থেকে ভোট করিয়েছিলেন তিনি। এবারেও নজরবন্দী থেকেও ‘খেলা হবে’ বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও শেষ দফার ভোটের জন্য বীরভূমে মোতায়েন করা হচ্ছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে নির্বাচন কমিশনের এই নির্দেশের আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করে রাখা না হলে শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সম্পর্কিত পোস্ট