৪৫ দিন পর বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মন্ডল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন পর তিনি কলকাতা থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে আবারও সামনের সপ্তাহে ডেকে পাঠিয়েছে সিবিআই। হাজিরা দিতে বলা হয়েছে সম্পত্তির নথি নিয়ে। মনে করা হচ্ছে সেই কাগজপত্র নিতেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
যদিও এদিন চিনার পার্ক এর ফ্ল্যাট থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান আগামী সপ্তাহের জেরা নিয়ে কি হবে সেটা পরের বিষয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন তাঁর শরীর ভালো নেই তিনি কথা বলতে পারছেন না বেশি। তবে এদিন বৃহস্পতিবারের সিবিআই জেরার সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ৪৫ দিন পর তিনি ফিরছেন নিজের জেলায়।
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এতদিন ফোনের মাধ্যমে কাজ চালাচ্ছিলেন তিনি। সশরীরে উপস্থিত না থাকলেও টেলিফোনে ভোকাল টনিক এর মাধ্যমে সংগঠনের কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তার আগে দীর্ঘদিন জেলার বাইরে থাকায় এবং গরু পাচার সহ ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর খাতায় অনুব্রত মণ্ডলের নাম উঠে আসায় চিন্তার ভাঁজ পড়েছে শাসক শিবিরের কপালে। জেলায় ফিরে গেলেও অনুব্রত মণ্ডলকে আগের মত সংগঠনের কাজে আর দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মী-সমর্থকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সিবিআই খাতায় অনুব্রত মণ্ডলের নাম উঠে আসায় এবং বারংবার জেরা এড়িয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি দল। দীর্ঘ ৪৫ দিন কলকাতা শহরে থাকার পরেও তার সঙ্গে দেখা করতে আসেননি দলের শীর্ষ স্তরের কোন নেতৃত্ব। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং এ বিষয়ে কোনো খোঁজ নেননি বলে কানাঘুষো শোনা গিয়েছে। প্রশ্ন এখানে তাহলে কি এবার প্রিয় সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দিদি?