বৃহস্পতিবারই CBI দফতরে হাজিরা দিতে চেয়ে আইনজীবী মারফৎ আবেদন অনুব্রত মন্ডলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল সিবিআই দপ্তর হাজিরা দিতে চান অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সিবিআই এর কাছে হাজিরা দিতে চান তিনি। বুধবার রাতেই এমনটাই আইনজীবী মারফত জানিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত এর আগে মোট সাতবার সিবিআই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে চিনার পার্কে ফ্ল্যাটে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট মণ্ডল। উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন যাবৎ কলকাতাতে থাকলেও শাসক দলের কোনো নেতা মন্ত্রী কাউকেই দেখা যায়নি অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটে যেতে।
কানাঘুষো শোনা গিয়েছে দল নাকি ইতিমধ্যেই দূরত্ব বাড়াতে শুরু করেছে কেষ্টর এর সঙ্গে। শুধু তাই নয় এতদিন জেলার বাইরে অনুব্রত মন্ডল থাকায় আগামী পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি কতটা শাসক দলের পক্ষে অনুকূল হবে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শাসক শিবিরের একাংশ।
প্রসঙ্গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশমতো নিজাম প্যালেস হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ম্যারাথন জেরার পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসেন তিনি। অন্যদিকে বুধবার রাতেই নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
দুর্নীতি রুখতে ফের চেয়ারম্যান বদল SSC তে, এবার IAS আধিকারিকে স্থলভিষিক্ত করলেন মুখ্যমন্ত্রী
এসএসসি সংক্রান্ত যাবতীয় নথি নষ্ট হতে পারে এই আশঙ্কা থেকেই এসএসসি দফতর মুড়ে দেওয়া হচ্ছে সিআরপিএফে। যাতে কেউ প্রবেশ করতে না পারেন। বিশেষত বাধা দেওয়া হয়েছে যেকোনো ধরনের সরকারি আধিকারিকদের। স্বাধীনতা পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের এই রায়কে কার্যত নজিরবিহীন বলে জানাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ আনার নির্দেশ দিল আদালত।
বুধবার এই নাটকের যবনিকা পতনের আগেই বৃহস্পতিবার সকালের নতুন নাটক দেখার জন্য তৈরি রাজ্যবাসী। পার্থ চট্টোপাধ্যায়ের জেরা শেষ এরপর এই এভাবে হুঁশ ফিরবে বীরভূমের কেষ্ট মন্ডলের তা হয়তো কেউই ভাবেননি। এখন দেখার আগামীকাল সিবিআই দপ্তরে অনুব্রত মণ্ডলের হাজিরার ইচ্ছা নিয়ে কি মতামত দেন সিবিআই আধিকারিকরা।