অনুব্রত আজ‌ই কি গ্রেফতার? সিবিআইয়ের পদক্ষেপে জল্পনা বাড়ছে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার অর্থাৎ আজ বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। তবে তিনি যে হাজির হচ্ছেন না তা একরকম নিশ্চিত। মঙ্গলবার টোটোয় চড়ে সিবিআই আধিকারিকরা বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিশ দিয়ে এসেছিলেন। যদিও শারীরিক অসুস্থতার কথা বলে রাত পর্যন্ত বাড়ি থেকে বের হননি কেষ্ট।

সিবিআই তাঁর বাড়িতে নোটিশ দিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই বোলপুর হাসপাতালের এক সার্জেন নার্স সহ স্বাস্থ্যকর্মীকে নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যান। সেই চিকিৎসক বেশ কিছুক্ষণ ধরে কেষ্ট মণ্ডলকে পরীক্ষা-নিরীক্ষা করার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

বলেন, “পাইলস ও ফিসচুলার ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছেন অনুব্রত। তাঁর মলদ্বারের কাছে ফুলে গিয়েছে।” বেশি করে জল ও ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে আপাতত বাড়িতেই বিশ্রাম নিতে বলেছেন বলে ওই চিকিৎসক জানান। সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন, অনুব্রত মণ্ডল কলকাতায় যেতে পারবেন কিনা, তখন ওই চিকিৎসক বলেন, “এই মুহূর্তে অতটা রাস্তা ট্রাভেল না করলেই ভালো।”

মহারাষ্ট্রের বদলা বিহার? লালু ‘বিষ’ পান করতেই কিস্তিমাত বিজেপি

এরপরই কৌশলী উত্তর দিয়ে ওই চিকিৎসক বলেন, “ওনাকে হাসপাতালে ভর্তি করার মতো সমস্যা নেই। কিন্তু যতটা সম্ভব সাবধানে থাকলে ভালো। উনি গাড়িতে করে কলকাতায় যেতে পারবেন না তা নয়, তবে সেটা না হলেই ভালো হয়।*

মঙ্গলবার দুপুরে সরকারি হাসপাতালের ওই চিকিৎসকের মন্তব্যের পর অনুব্রত যে কলকাতায় আসবেন না তা তখনই অনুমান করা গিয়েছিল। বিরোধীদের অভিযোগ গোটাটাই ‘গটাপ গেম’।

পরিকল্পিতভাবেই ওই চিকিৎসককে দিয়ে এমন মন্তব্য করানো হয়েছে, যাতে সিবিআইয়ের হাজিরা ফের একবার এড়িয়ে যেতে পারেন কেষ্ট! সেইসঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসক কেন বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলকে দেখল সেই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

এদিকে মঙ্গলবার‌ই দিল্লি থেকে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর কলকাতায় এসে পৌঁছন। সূত্রের খবর তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলা সহ চলা বাকি কেসগুলি নিয়ে দীর্ঘক্ষণ অফিসারদের সঙ্গে বৈঠক করেন।

সিবিআইয়ের একটি সূত্রের দাবি, কার্যত চক্রবূহ্যে ঘিরে ফেলা হয়েছে কেষ্ট মণ্ডলকে। তিনি বুধবার নিজাম প্যালেসে হাজিরা না হলেই গ্রেফতারের আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হবে তারা! যদিও এই চলমান বিতর্কে অনুব্রত মণ্ডল একেবারে স্পিকটি নট।

সম্পর্কিত পোস্ট