আদালতের নির্দেশের পর সিবিআইয়ের মুখোমুখি অনুপ মাঝি ওরফে লালা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন তিনি।

অভিযোগ, খাদান থেকে কয়লা তুলে বেআইনিভাবে কয়লা তুলে পাচার করেছেন লালা। এই কাজে তাঁকে সাহায্য করেছে সিআইএসএফ, ইসিএল এবং রেলের একাংশের কর্মীরা।

একইসঙ্গে যোগ রয়েছে প্রভাবশালী কয়েকজন নেতৃত্বের। সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের এবং তাঁর ভাই বিকাশের। ইতিমধ্যেই বিকাশকে গ্রেফতার করেছে সিবিআই।

আরও পড়ুনঃ West Bengal Election: নন্দীগ্রামে মমতার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সূত্রের খবর, কয়লাকাণ্ডে নাম জড়িয়েছে বহুজনের। তাই একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। তৈরি হয়েছে তালিকা। শুধুমাত্র রাজনৈতিক নেতারাই নয়, টাকার ভাগ পুলিশ প্রশাসনের কাছে পৌঁছাত বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এতদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় হন্যে হয়ে লালাকে খুঁজে বেড়াচ্ছিল সিবিআই। এবার আদালতের নির্দেশকে ঢাল করেই সিবিআইয়ের মুখোমুখি কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা।

আদালতের নির্দেশ, আগামী ৬ এপ্রিল অবধি লালার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু লালার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেছে সিবিআই।

মঙ্গলবার নিজাম প্যালেসে তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।

সম্পর্কিত পোস্ট