শহরে পা রেখেই ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে শাসক দলকে খোঁচা অনুরাগ ঠাকুরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বাংলায় এলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন দমদম বিমানবন্দরে পা রেখেই রাজ্যের শাসক দলের ‘বহিরাগত’ তত্ত্বের কড়া জবাব দিলেন অনুরাগ ঠাকুর।
তিনি বলেন, ভারত সরকারের কোনও মন্ত্রী পশ্চিমবঙ্গে এলে তাঁদেরকে বহিরাগত বলা হচ্ছে। তাহলে আপনজন কারা? কেন্দ্রের কোনও মন্ত্রী পশ্চিমবঙ্গে আসা কি অপরাধ? বাংলা ভারতের অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে আসার অধিকার সকলের রয়েছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নেওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর নিয়ে আওয়াজ তুলেছিলেন একই দেশে দুই প্রধান, দুই নিদান থাকতে পারে না। জম্মু-কাশ্মঈর ভারতের অভিন্ন অঙ্গ হয়েছে। তা পূরণ করেছেন বিজেপি। অথচ সেই কলকাতায় এসে যদি শুনতে হয় তাহলে বুঝতে হবে রাজ্যের বিচারব্যবস্থা কোথায় গিয়ে উপস্থিত হয়েছে।
আরও পড়ুনঃ প্রতি মাসে রাজ্যে আসছেন পর্যটকরা, লাভবান হবেন ব্যবসায়ীরা- বিজেপিকে কটাক্ষ তৃণমূলের
উল্লেখ্য, একুশের নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের প্রচারে আসছেন একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি নিয়ম করে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রত্যেকবারেই রাজ্য সফরে এসে বিজেপি নেতারা শাসক দলকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করছেন। এদিন অনুরাগ ঠাকুরের গলাতেও একই কথা শোনা গেল। যদিও অনুরাগ ঠাকুরের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। একজন হিমাচলের সাংসদ হয়ে বাংলায় কি করছেন অনুরাগ? প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
বিজেপি সূত্রের খবর, দলীয় কর্মসুচীর কারণেই পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে উডল্যান্ডস হাসপাতালে যাবেন তিনি।