ব্রিগেড ছাড়াও পশ্চিমবঙ্গে ২০ টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নীলবাড়ি দখলে একেবারে কোমড় বেঁধে নেমেছে গেরুয়া শিবির। ২৮ তারিখ বামেদের পর এবার ৭ তারিখ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুধুমাত্র তাই-ই নয়, আগামী কয়েকদিনে প্রায় ২০ টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপি সূত্রে খবর, আগামী ২৫ থেকে ৩০ টি জনসভা করতে চাইছে বিজেপির।
একইসঙ্গে রাজ্যে ৫০ টি কর্মসূচী করবেন অমিত শাহ। ৫০ টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। খবর বিজেপি সূত্রে।
ইতিমধ্যেই ২৮ তারিখের ব্রিগেডের সমাবেশে প্রচুর জনসামগম হয়েছে বাম, কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের। তাই পাল্টা ব্রিগেডের জনসভায় ২০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি।
আরও পড়ুনঃ জট কাটাতে মঙ্গলবার দফায় দফায় বৈঠকে ‘সংযুক্ত মোর্চা’
অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সমাপ্ত করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মালদহে গাজলে জনসভা করবেন তিনি। সেই জনসভায় উপস্থিত থাকার কথা বিজেপির একাধিক হেভিওয়েট নেতার। যা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে।
অন্যদিকে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর নির্বাচনী তালিকা প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এবারের নির্বাচনে বিজেপিতে থাকতে পারেন একাধিক তারকা প্রার্থী।
প্রার্থী তালিকা তৈরি করতে জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছে দিল্লির নেতৃত্ব। সেই তালিকা থেকেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।