কাজ করছে না কোউইন অ্যাপ, সমস্যা সিরিঞ্জে- টিকাকরণ নিয়ে সরকারী ও বেসরকারী হাসপাতালগুলিতে বিভ্রাট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভি়ড ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের টিকাকরণ শুরু হতেই তালকাটল। ঠিকমতো কাজ করছে না কো-উইন অ্যাপ। এসএসকেএম হাসপাতাল, আরজিকর হাসপাতাল, বেলেঘাটা আইডি, এমআরবাঙ্গুর হাসপাতালে বন্ধ রাখতে হলো দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ।
টিকাকরনের জন্য মোট ১২৬ টি সেশন সাইট বাছা হয়েছিল। এক একটি সেশন সাইটে ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা নেওয়া হয়। চলছিল নাম নথিভুক্তকরণের কাজ। মোট ১০০ জন নাম নথিভুক্ত করেছেন। যাদের মধ্যে ৫০ জন প্রথম ধাপের দ্বিতীয় পর্যায়ের টিকা নেবেন। আর বাকি ৫০ জন সেশন সাইটে সরাসরি নাম নথিভুক্ত করবেন।
সোমবার সকাল থেকেই সেই নথিভুক্তিকরণের কাজ শুরু হলেও পোর্টালের সেই কাজ শুরু হয় দুপুর বারোটার পর। প্রযুক্তিগত কোনো ত্রুটি থাকায় আগে থেকে লগইন করা সম্ভব হয়নি। তবে বেলা ১২ টার পর কাজ শুরু হলেও কিছুক্ষণ পরেই পোর্টালে গোলযোগ দেখা যায়। ফলে আর লগইন করা সম্ভব হয়নি।
উপরিউক্ত প্রত্যেকটি হাসপাতালের ক্ষেত্রেই আধিকারিকরা এইকথায় জানাচ্ছেন। চরম সমস্যার সম্মুখীন হয়ে একপ্রকার যারা টিকা নিতে এসেছিলেন তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সমস্যা দেখা দিয়েছে টিকাকরণের সিরিঞ্জ নিয়েও। করোনার ভ্যাকসিনের জন্য প্রয়োজন বিশেষ ধরনের সিরিঞ্জ। সরকার শুধু টিকা দিয়েছে, সিরিঞ্জ নয়। খোলা বাজারে এই সিরিঞ্জ বিক্রি হয় না। তাই বিপাকে বেসরকারি হাসপাতালগুলি।
উল্লেখ্য এদিন কথা ছিল ভোট কর্মীদের টিকা নেওয়ার। তারাও কার্যত টিকা না নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন। এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে ত্রুটি। প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে নির্বাচনের কাজে টিকা না নিয়ে অংশ নেবেন তারা।
নির্বাচনে বিশেষ নজরদারি, জেলা ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করল এআইসিসি
একইসঙ্গে বিভিন্ন মহলে মন্তব্য তাহলে কো-উইন অ্যাপ টিকাকরণ প্রক্রিয়া সরলীকরণের যে উদ্দেশ্যে আনা হয়েছিল তাতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল সকাল ন’টা থেকে কো-উইন পোর্টাল চালু হবে।
৬০ বছরের বেশি যাদের বয়স তারা এবং ৪৫ বছরের বেশি বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে তারাই টিকা পাবেন। টিকা নেওয়ার আগে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
কিভাবে সেই রেজিস্ট্রেশন হয়?
- মোবাইল নম্বরও পরিচয় পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়।
- একজন সর্বোচ্চ চার জনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে পারে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করতে হয়।
- রেজিস্টার ফোন নম্বরে ওটিপি এলে সেটি প্রেরন করতে হয়।
- এরপর তারিখ ও সেশন সাইট মিলিয়ে টিকা নেওয়ার জায়গা স্থির করতে হয়।
- পরবর্তীতে এই টিকাকরণের সময় ও স্থান পরিবর্তন করার সুযোগ থাকে।
- অ্যাপয়নমেন্ট হয়ে গেলে প্রমাণপত্র ডাউনলোড করে নিতে হয়।
- এছাড়াও রেজিস্টার মোবাইল নম্বরে সেই অ্যাপয়নমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য এসএমএস মারফত জানিয়ে দেওয়া হয়।
- নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হয়।
- 28 দিন পর পরবর্তী ডোজ-সম্পর্কে রেজিস্টার্ড মোবাইলে জানিয়ে দেওয়া হয়।