রাজ্যের কাজের প্রশংসা করে ৪৫ পুর এলাকায় ৪৫ হাজার বাড়ি নির্মাণের অনুমোদন কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকার সকলের জন্য বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের ৪৬টি পুর এলাকায় নতুন ৪৫ হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রধান সচিব দুর্গাশঙ্কর মিশ্রের নেতৃত্বে একটি বৈঠকে রাজ্যে ওই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার পর নতুন বাড়ি গুলি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীঘ্রই পুর এলাকায় নতুন বাড়ি নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, কোন কোন পুরসভায় নতুন করে বাড়ি নির্মাণের কর্মসূচি নেওয়া হবে, তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
যোগী রাজ্যে খুন আরও এক সাংবাদিক
কেন্দ্রের ‘হাউজিং ফর অল’ প্রকল্প এরাজ্যে ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত। মূলত, পুরসভা এলাকায় বস্তিবাসী ও গৃহহীনদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করা এই প্রকল্পের উদ্দ্যেশ্যে।
প্রতিটি বাড়ি পিছু বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। এর মধ্যে কেন্দ্র দেয় ৪০ শতাংশ। সমপরিমাণ ভাগ রাজ্যকে দিতে হয়। বাকি ২০ শতাংশ টাকা দেয় উপভোক্তা।
এখন পর্যন্ত এরাজ্যে বিভিন্ন পুরসভা মিলিয়ে ১ লক্ষ ২১ হাজার বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। ২ লক্ষ ২৩ হাজার ৭৯৫টি বাড়ির কাজ চলছে। ৮ লক্ষেরও বেশি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
সকলের জন্য বাড়ি প্রকল্পে রাজ্যের অগ্রগতি বিশেষ করে সাফল্যের সঙ্গে ১০০ শতাংশ ‘জিও-ট্যাগিং’ করার জন্য রাজ্যের বিশেষ প্রশংসা করেছে কেন্দ্র।