বোমাবাজির ঘটনায় NIA তদন্তের দাবি অর্জুন সিংয়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ সকাল ৬-২০ নাগাদ সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির মূল গেটের পাশের আরেকটি গেটে পরপর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমা মারার আগে দুষ্কৃতীরা তীব্র ভাষায় গালিগালাজ করে।
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও বোমাবাজির ঘটনা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন। স্বয়ং সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটলে,ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। গোটা ঘটনা নিয়ে শাসকদলকে তীব্র নিশানা অর্জুন সিংয়ের।
তিনি বলেন, ‘আমাকে খুন করানোর জন্য একজন IPS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টা আমি সর্বস্তরে জানিয়েছি। এমনকী মুখ্যমন্ত্রীকেও বিষয়টা জানিয়েছি’ একইসঙ্গে NIA তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনার পর ঘটনাস্থলে আসেন ডিসি নর্থ শ্রী হরি পান্ডে। তিনি ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রথমে মজদুর ভবনের ভেতর থেকে কয়েকজন বাইরে বেরিয়ে এসে উল্টোদিকের গলির ভেতর থেকে একটি ১৪ বছরের ছেলেকে মারধর করে।
https://youtu.be/_GuNASVlWPk
সেই ঘটনার ছবি সিসি ক্যামেরায় পরিষ্কার। ওই যুবক মার খাওয়ার পর তার দলবল নিয়ে আসে এবং তারপরই মজদুর ভবনকে লক্ষ্য করে বোমা ছোড়ে। শ্রী হরি পান্ডে বলেন এলাকায় দুই দল সমাজবিরোধীদের মধ্যেই গন্ডগোল। যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ।
উল্লেখ্য, গোটা ঘটনা নিয়ে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্জুন পুত্র পবন সিং।