দ্বিধাবিভক্ত উত্তর ২৪ পরগণার ঘাসফুল নেতারা, সম্বন্বয় বৈঠক করে প্রায়শ্চিত্ত অর্জুনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনার অবসান ঘটিয়ে ক্যামাক স্ট্রীটের অফিসে পৌঁছে গেলেন অর্জুন সিং। কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী নিয়েই ক্যামাক স্ট্রীট এর অফিসে প্রবেশ করেন তিনি। এদিন বিকেলের পর থেকে ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস অর্জুন সিং এর অনুগামীদের দখলে চলে যায়।

অর্জুন সিংয়ের ঘর ওযপসি নিয়ে রবিবার দুপুরের পর থেকেই দফায় দফায় উত্তর ২৪ পরগনার নেতাদের নিয়ে বৈঠক করেন অভিষেক। অর্জুন সিং এর তৃণমূলের ফেরা নিয়ে কারোর কোন অভিযোগ রয়েছে কিনা তা জানতে মূলত এই বৈঠক বলে জানা গিয়েছে।

এই বৈঠকে উপস্থিত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ উত্তর ২৪পরগনা জেলার প্রথমসারির তৃণমূল নেতারা। সূত্র মারফত জানা গিয়েছে অর্জুন সিংকে দলে ফেরানোর আগে এই নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক হতে পারে।

শ্রীচৈতন্যদেবের ব্যবহৃত পাদুকা নিয়ে ভক্তদের উন্মাদনা রামকেলি এলাকায়

মনে করা হচ্ছে তারপরেই তৃণমূল গড়ে প্রত্যাবর্তন হবে অর্জুনের। তবে এই যোগদান ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই হবে নাকি তৃণমূল ভবনে হবে তা এখনও কিছু জানা যায়নি।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সহ-সভাপতি অর্জুন সিংয়ের তৃণমূলে যোগদান করা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শনিবার সেই জল্পনা আরও উসকে দিল ভাটপাড়া এলাকায় কিছু পোস্টার, ব্যানার। যে পোস্টারে তৃণমূলে অর্জুন সিংকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে। এই পোস্টার এখন ভাটপাড়া জুড়ে দেখা যাচ্ছে।

ফলে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন একেবারে নিশ্চিত তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা আরো জোরালো হয়েছে। যদিও এ বিষয়ে সাংসদ অর্জুন সিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট