জয় শ্রীরাম নয় জয় বাংলাতেই ভরসা , মান-অভিমান ভুলে অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন অর্জুন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জয় শ্রীরাম নয় জয় বাংলাতেই ভরসা। মান-অভিমান ভুলে অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন অর্জুন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ, অভিষেককে কাঠগড়ায় তোলা বিজেপি সাংসদ অর্জুন সিং ফিরলেন তৃণমূলে। মান অভিমান ভুলে নতুন ইনিংস শুরু করলেন তিনি। সেইসঙ্গে বড়সড় ধ্বস নামল গেরুয়া শিবিরে। এদিন ক্যামাক স্ট্রিটের অফিস থেকে সাংবাদিক বৈঠকে যোগ দেন অর্জুন সিং।

তিনি বলেন, ঠান্ডা ঘরে বসে বঙ্গবিজেপি রাজনীতি করছে। যা ফেসবুক টুইটারে সীমাবদ্ধ। বিজেপির অবনতি এই কারণেই। আমার সংসদীয় এলাকায় পাট শিল্প থেকে বঞ্চিত। বারংবার কেন্দ্রকে চিঠি দিয়েও লাভা হয়নি। আলোচনা হয়েছে শুধু। তবে বাংলার ভোটের সঙ্গে অন্য রাজ্যের তুলনা চলে না।

একইসঙ্গে এদিনের মঞ্চ থেকেই জেলা সভাপতি পার্থ ভৌমিক বলেন, ৩০ মে অন্নপূর্ণা কটন মিলের মাঠে সভা করবেন অভিষেক। উপস্থিত থাকবেন অর্জুন সিং, সোমনাথ শ্যাম. রাজ চক্রবর্তী, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়করা।

তবে সাংসদ পদ এখনই ছাড়ছেন না অর্জুন সিং। সরাসরি বলেন, তৃণমূলের দুই সাংসদ বিজেপিতে রয়েছেন। তাঁরা যেদিন পদ ছাড়বেন আমিও ছেড়ে দেব। নির্বাচনের ময়দানে দেখা হবে তারপর।

রাজ্যের শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত

উল্লেখ্য, ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিংয়ের বাসভবন ও দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয় বিজেপির পতাকা। সরানো হয় মোদীর ছবিও। এমনকী মজদুর ভবনের ভেতরে বিজেপি নেতৃত্বের সঙ্গে অর্জুনের যে ছবি ছিল সেগুলিও সরিয়ে ফেলা হয় একে একে।

অর্জুন অনুগামীরা এনিয়ে তৎপর হন। তবে তাঁর বাড়িতে এখনও কেন্দ্রীয় বাহিনীর পাহারা রয়েছে। কিন্তু গোটা এলাকার চালচিত্র বদলে যাচ্ছে দ্রুত। ঘাসফুল শিবিরে যোগদানের পরই মজদুর ভবনে টাঙিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা।

সম্পর্কিত পোস্ট