পুলিশি হেনস্থার শিকার অর্জুন সিং , অভিযোগ সাংসদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ জুলাই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল হালিশহরের বলদেঘাটা অঞ্চল। ভাঙচুর করা হয় BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি।

আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীদের বাইকে । পাল্টা আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের স্থানীয় পার্টি অফিসেও।

হালিশহরের বলদেঘাটা অঞ্চলে সেদিন দলীয় কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং । অভিযোগ, ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে সাংসদের গাড়ি ও কর্মীদের বাইক ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় । তারা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেদিন এমনই অভিযোগ করেছিলেন অর্জুন সিং।

সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতৃত্ব। আজ বারাকপুর আদালতে জামিন নিয়ে ফিরছিলেন অর্জুন সিং ও তার ১৩ সহকর্মী।

ফেরার পথে বারাকপুর চিড়িয়া মোড়ের কাছে পুলিশ অর্জুন সিং এর গাড়ি দাঁড় করায়। সাংসদের গাড়ি থেকে বিট্টু জসওয়াল নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি হেনস্থা করা হয় অর্জুন সিংকে এমনটাই অভিযোগ বিজেপি সাংসদের।

সম্পর্কিত পোস্ট