আগ্নেয়াস্ত্র সহ দিনহাটা থেকে গ্রেফতার ২
তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, তিনটি ওয়ান শাটার বন্দুক, দুইটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন উদ্ধার হয়।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চারটি বন্দুক, ম্যাগাজিন ও ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুরে দিনহাটা শহরের গোসানি রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত দুই ব্যক্তির নাম রাজা তান্ত্রিক(৩০) ও চান্দানি আদক(২৭)। উভয়ই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিহারের ওই দুই যুবক দিনহাটা শহরের গোসানি বাসষ্ট্যান্ড এলাকায় দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যুবককে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুনঃ দেশজুড়ে প্রতিবাদের মাঝেই লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন
তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, তিনটি ওয়ান শাটার বন্দুক, দুইটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন উদ্ধার হয়। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।
কী উদ্দেশ্যে তারা বন্দুকসহ এখানে এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের তরফে আরও জানা গেছে, এই নিয়ে গত চার-পাঁচ মাসে ৩০ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। এটা পুলিশের বড় সাফল্য বলে অভিমত ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার।