বেআইনি ভাবে গ্রেফতার, আমাকেও গ্রেফতার করতে হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্ক :  ১০.৪৭ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত নিজাম প্যালেসে রয়েছেন তিনি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই নিজাম প্যালেসের ১৫ তলায় উঠে গিয়েছেন তিনি । মূখ্যমন্ত্রী পৌঁছানোর পরই বেরিয়ে আসেন তৃণমূল নেতা ও আইনজীবী অনিন্দ্য রাউত।

সংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনজীবী অনিন্দ রাউত জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় গিয়ে সিবিআই অফিসারদের বলেছেন, যেভাবে বেআইনিভাবে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁকেও গ্রেফতার করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বেআইনি এই গ্রেফতারি তিনি বরদাস্ত করবেন না। এখনো পর্যন্ত নিজাম প্যালেসের ১৫ তলায় ভিজিটর রুমে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী।কারণ  আইন অনুযায়ী গ্রেফতার  হওয়া মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া যায় না।

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা রাজ্য রাজনীতিতেও নজিরবিহীন। কেন্দ্র রাজ্য তরজা ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে। তবে এই চারজনকে গ্রেফতারের পর পরই নিজাম প্যালেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিঃসন্দেহে  চাপ বাড়বে সিবিআই আধিকারিকদের উপরে।

সম্পর্কিত পোস্ট