উপত্যকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তোলার পথে ৩৭০ ধারা বিলোপ সহায়কঃ নারাভানে
তাঁর কথায়, এতে আগের তুলনায় কাশ্মীরে হিংসাত্মক ঘটনা কমে এসেছে। পাশাপাশি উন্নতি হয়েছে আইনশৃঙ্খলারও।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপত্যকাকে আগামী দিনে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তোলার পথে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত যথোপযুক্ত। ৭২ তম সেনা দিবসে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়শী প্রশংসা করে এমনই জানালেন সেনাপ্রধান এমএম নারাভানে।
তাঁর মতে কেন্দ্রের এই সিদ্ধান্ত কাশ্মীরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করেছে।
এটাই প্রথমবার নয়, এর আগেও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে তিনি সরব হয়েছিলেন। তাঁর কথায়, এতে আগের তুলনায় কাশ্মীরে হিংসাত্মক ঘটনা কমে এসেছে। পাশাপাশি উন্নতি হয়েছে আইনশৃঙ্খলারও।
আরও পড়ুনঃ দেশজুড়ে প্রতিবাদের মাঝেই লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন
সন্ত্রাসমূলক কাজকর্মের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি জানান. কোনো রকম সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে আপোস করবে না ভারতীয় সেনা বাহিনী।
প্রসঙ্গত দিন কয়েক আগেই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছিলেন সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে বড় ধরণের অভিযান চালাতে প্রস্তুত ছিল। সরকারের উচিত ছিল আদেশ দেওয়া।’
এরপরই সেনাপ্রধানকে টুইট করেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। বলেন, “সংসদ ইতিমধ্যেই ১৯৯৪ সালে পিওকের বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে। সরকারের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। আপনি যদি পিওকে নিয়ে পদক্ষেপ নিতে আগ্রহী হন তবে আমি আপনাকে সিডিএস ও পিএমও-র সঙ্গে আলোচনা করার পরামর্শ দিচ্ছি।” অধীরের আরও সংযোজন কম কথা বলুন, কাজ বেশি করুন’।