অরুণাচলে তুষারধসে ৭ সেনার মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অরুণাচল প্রদেশে ৭ জন জওয়ান তুষারধসে আটকে পড়েছিলেন। প্রবল ঠান্ডায় তাঁদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে ভারতীয় সেনা। জানা যায় রবিবার অরুণাচলপ্রদেশে তুষারধসে চাপা পড়েছিলেন ভারতীয় সেনার সাত জন কর্মী। মঙ্গলবার তাঁদের নিথর দেহ উদ্ধার হয়েছে।
এদিন এয়ারলিফ্টের মাধ্যমে দেহগুলি উদ্ধার করে নিকটবর্তী সেনা শিবিরে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় সেনার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়েছে, টহলদারি চালানোর সময় গত ৬ ফেব্রুয়ারি কামেং সেক্টরের পার্বত্য এলাকায় তুষার ধসে আটকে পড়েন ওই সাতজন সেনাকর্মী। উদ্ধার অভিযান শুরু করে দেওয়া হয় সাথে সাথে। বিশেষজ্ঞ দল এনে এয়ারলিফঅটিংয়ের মাধ্যমে জওয়ানদের উদ্ধারের চেষ্টা চালানো হয়।
Goa Assembly Election : প্রথমবার গোয়ার ভোটে লড়াই করেই চমকে দিতে চলেছে তৃণমূল
আজ এই উদ্ধারকার্য সম্পন্ন হল। তুষারধস যেখানে আছড়ে পড়েছিল, সেখান থেকে সাত জনের দেহ উদ্ধার করা গিয়েছে। সবরকম ভাবে চেষ্টা করা হলেও, দুর্ভাগ্যজনক ভাবে সাত জনেরই মৃত্যু হয়েছে।
উল্লেখ্য যে, তুষারধস যে এলাকায় আছড়ে পড়েছিল, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১৪ হাজার ৫০০ ফুট উঁচুতে বলে জানানো হয়। আর সেখানের আবহাওয়া গত কয়েক দিন ধরেই খারাপ। এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেনাকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
টুইটারে তিনি লেখেন, ‘অরুণাচলপ্রদেশে তুষারধসে সেনাকর্মীদের মৃত্য়ুর ঘটনা কতটা দুঃখের, সেটা বলে বোঝানো যাবে না। বীর সৈনিকরা দেশের সেবার প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ চিরকাল মনে থাকবে। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।’
সেনার ঘোষণার পরই মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন পশ্তচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।