করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, ভর্তি হাসপাতালে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখা হচ্ছে। ওমিক্রনের জন্য নমুনা পরীক্ষায় পাঠানো হবে কি না তা এখনো সিদ্ধান্ত জানাননি চিকিৎসকেরা।

অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে তার চিকিৎসা শুরু হয়েছে বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, উডল্যান্ড হাসপাতালের যে কেবিনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভরতি ছিলেন, সেখানেই রাখা হয়েছে অরূপ বিশ্বাসকে।

সদ্য সমাপ্ত হয়েছে কলকাতা পুরসভোট। বুধবার জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন কলকাতার ৪ নম্বর বরো চেয়ারম্যান সাধনা বসু ও বিধায়ক তাপস রায়। সোমবার মেয়র ফিরহাদ হাকিমের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তারা।

Lockdown Possibility In West Bengal: সোমবার থেকেই রাজ্যে আংশিক লকডাউন

সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতার ১৪৪ জন কাউন্সিলর, একাধিক বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা। ফলে ওই দুই তৃণমূল নেতা-নেত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর তীব্র আতঙ্ক তৈরি হয়। এবার একে একে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

বছরের শেষের দিকে ফের মাথাচাড়়া দিয়ে উঠেছিল করোনা। গোটা বিশ্ব ফের ত্রস্ত। বাংলাও ব্যতিক্রম নয়। ক্রিসমাস-ইংরাজি নববর্ষের সময় রাজ্যের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করে। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ছাত্র সপ্তাহ পালন এবং দুয়ারে সরকার কর্মসূচি আপাতত স্থগিত রাখল প্রশাসন। আজ থেকে রাজ্যের সব স্কুল-কলেজে ছাত্র সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছিল।

এই উপলক্ষে ৩ জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানটি ও বাতিল করা হয়েছে। আগামী কাল রবিবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প ও বসছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এই ক্যাম্প করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট