বিধানসভায় কৃষি আইনের কপি ছিঁড়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষি আইনের সরাসরি বিরোধিতা। বিধানসভায় কৃষক আইনের কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানালেন তাঁরা যেন ব্রিটিশ সরকারের থেকে খারাপ না হন। সুবিধাবাদের রাজনীতি করছেন কেজরিওয়াল দাবী বিজেপির।

বৃহস্পতিবার জরুরী অধিবেশন চলছিল দিল্লি বিধানসভায়। সেখানে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমি তিনটি কৃষি আইন ছিঁড়ে ফেলেছি। আমি কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাচ্ছি কেন্দ্র সরকারের চেয়ে খারাপ হবেন না। করোনা মহামারীর মধ্যেও কৃষি আইন পাশ করানোর প্রয়োজন ছিল? প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুনঃ কৃষকদের প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যাবে নাঃ সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, সরকারের তরফে বলা হচ্ছে কৃষি আইনের সুবিধা কি রয়েছে তা তাঁরা কৃষকদের বোঝাবেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, এতে কৃষকদের লাভ হবে। তাঁদের জমি কেড়ে নেওয়া হবে না। নতুন আইনে কি এটাই লাভ হচ্ছে কৃষকদের? প্রশ্নও ছুঁড়ে দেন কেজরিওয়াল।

পাল্টা বিজেপির তরফে দাবী করা হচ্ছে সুবিধাবাদের রাজনীতি করছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী নতুন গিরগিটি। তিনি শুধু রঙ পরিবর্তন করতে পারেন দাবী গেরুয়া শিবিরের।

 

দিল্লিতে কৃষক আন্দোলন ২২ দিনের মাথায় পড়ল। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে সমস্ত সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এমনকি নিজে গিয়ে সিঙ্ঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করেন তিনি। দিল্লি পুলিশের তরফে স্টেডিয়ামগুলিকে জেলখানায় পরিণত করার জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু কেজরিওয়াল রাজি হননি।

আন্দোলনরত কৃষকদের সহায়তার জন্য পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে আম আদমি পার্টি। কৃষকদের সমর্থনে কেজরিওয়াল যে এগিয়ে এসেছেন তা আজও বিধানসভায় তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। আর কতজন কৃষককে আন্দোলনরত অবস্থায় প্রাণ হারাতে হবে? প্রশ্ন তুলেছেন তিনি।

 

বৃহস্পতিবার সমস্ত কৃষক সংগঠনগুলিকে খোলা চিঠি দিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট