বাজেটের ঘোষণা মত প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্যপদের মেধা তালিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাজেট ঘোষণায় মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শীঘ্রই রাজ্যের প্রাথমিকে শিক্ষাক্ষেত্রে সাড়ে ষোল হাজার শিক্ষক নিয়োগ করা হবে। সেইমতো আজ অর্থাৎ মঙ্গলবার সাড়ে ১৬ হাজার শূন্যপদে মেধা তালিকা প্রকাশ করল রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত সাড়ে 16 হাজার শিক্ষকের মেধা তালিকা গতকাল রাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একইসঙ্গে বাজেটে ঘোষিত সাঁওতালি শিক্ষা কেন্দ্রের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল তারও মেধা তালিকা সোমবার রাতে প্রকাশিত হয়েছে।
বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত সহ একঝাঁক টলি তারকা
স্ব-শাসিত প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে দ্রুত শুন্য পদে নিয়োগ করে তার জন্য দীর্ঘদিন চেষ্টা চালাচ্ছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর প্রয়াসের ফলে সেই চেষ্টাই এদিন পূর্ণ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং মেধা তালিকার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন এই সাড়ে ১৬ হাজার পরীক্ষার্থীদের নিয়োগ শুধুমাত্র সময়ের অপেক্ষা।