শুভেন্দু দল ছাড়তেই তৃণমূলে ফিরলেন মামুদ হোসেন

দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি মামুদ হোসেন তৃণমূলে যোগ দিলেন। মামুদ ছাড়াও রবিবার তৃণমূল ভবনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সৌমেন মহাপাত্রর হাত ধরে দলে ফিরলেন একঝাঁক নেতা।

পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত মামুদ হোসেন দাবি করেছেন, শুভেন্দুর দৌরাত্বের কারণেই দল ছেড়ে সিপিএমে গিয়েছিলেন তিনি। অবশেষে এ দিনই সিপিএম ছেড়ে থেকে তৃণমূল ফিরলেন।

নন্দীগ্রাম আন্দোলনে সামিল ছিলেন পেশায় স্কুল শিক্ষক মামুদ হোসেন। ২০০৮-১৩ সাল তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ছিলেন। ২০১৩-১৬ সাল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।

২০১৬ সালে তৃণমূলে বিদ্রোহী হয়ে বামফ্রন্টের শরিক ডিএসপির টিকিটে এগরা থেকে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন। এরপর যোগ দেন সিপিএমে। কিন্তু, শনিবার মেদিনীপুরের জনসভায় অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা শুভেন্দু অধিকারীর হাতে উঠতেই একে একে শুভেন্দু বিরোধিরা তৃণমূলে ফিরতে শুরু করেছেন। সেই তালিকায় প্রথম সংযোজন মামুদ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/westbengal-governor-jagdeep-dhankar-attacks-cm-mamata-banerjee-on-outsider-issue/

তৃণমূলে ফিরে মামুদ হোসেন বলেন, ‘শুভেন্দু অধিকারী একা বিজেপিতে গিয়েছেন ঠিকই। কিন্তু অধিকারী পরিবারের দুই সাংসদ, একজন পুরসভার চেয়ারম্যান তলে তলে বিজেপির হয়ে কাজ করছেন। তাঁরা একই পরিবারের মানুষ, শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে বিবেচনা করবেন।

তাঁর ছোট ভাই যিনি এখনও পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন, তিনি প্রকাশ্যেই বিজেপির হয়ে মিটিং মিছিল করেছেন, ওকালতি করছেন। কৌশলগত কারণেই তাঁরা দলত্যাগ করছেন না। দুজন সাংসদ, দলত্যাগী আইনে পড়ে যাবেন বলেই তৃণমূলে আছেন। ওরা কেউ এখন আর তৃণমূলে নেই।’

সম্পর্কিত পোস্ট