বিজেপির আইটি সেলের প্রধান রাজ্যে আসতেই ফেক নিউজ নিয়ে সরব তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবারই রাজ্যে এসেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি রাজ্যে প্রবেশ করতেই ‘ফেক নিউজ’ নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার তিনি বাংলার ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশলের বৈঠকে হাজির ছিলেন। এর আগে একাধিকবার ‘ফেক নিউজ’ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর কাজ হয়েছে। কিন্তু এখন প্রচুর ‘ফেক নিউজ’ হচ্ছে। যার মধ্যে আসল বিষয়টা নেই। ‘মেনুপুলেট’ করে ভিত্তিহীন খবর তৈরি করা হচ্ছে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ‘ফেক ভিডিও’ প্রকাশ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে তৃণমূল লড়াই করেছে, লড়াই করবে।’
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-funeral-of-shahid-subodh-ghosh-was-held-in-tehtta-governor-jagdeep-dhankar-attck-cm-mamta-banerjee/
২০২১ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক দলগুলি তার রণকৌশল ঠিক করতে উঠে পড়ে লেগেছে। এদিন ২০২১-এর রণকৌশল ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বিজেপি।
বামফ্রণ্ট নিজেদের আলোচনা সেরে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে। তৃণমূল কংগ্রেস নতুন করে মঙ্গলবার থেকেই মিডিয়া সেল চালু করেছে তৃণমূল ভবনে।
এসবের মধ্যেই ‘ফেক নিউজ’ বা ‘ফেক ভিডিও’ নিয়ে সরব হল তৃণমূল। কখনও বাংলাদেশ বা কখনও আবার অন্য রাজ্যের ঘটনা তুলে ধরে বাংলার ঘটনা বলে প্রচার চালানো হয়। এদিন এসব নিয়েই সরব হলেন শশী পাঁজা।