Asansol By Election : Bjp-র অভিযোগের পরিপ্রেক্ষিতে Asansol-এ উপনির্বাচনের আগে দুই থানার IC-OC বদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপনির্বাচনের ( Asansol By Election ) আগে প্রশাসনিক স্তরে রদবদল। ১২ এপ্রিল আসানসোলে লোকসভার উপনির্বাচন।তার আগেই দুই থানার প্রশাসনিক আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন। এই আসানসোল থানার আইসি অভিজিত্‍ চট্টোপাধ্যায় ও অন্যজন জামুরিয়ার ওসি সঞ্জীব দে কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এই দুই আধিকারিকের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি (BJP)-সহ অন্যান্য বিরোধী দলগুলি। অভিযোগ পাওয়ার পরে জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন (Election Commision)। সেই রিপোর্ট পাওয়ার পরেই এই দুই আধিকারিককে সরানো হল।

Rampurhat Arson : টিভিতে যারা মুখ দেখাচ্ছেন তারাই ফাঁসিয়েছেন দাবি আনারুলের

একাধিকবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা। বারংবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাই এবারের নির্বাচনের আগে এই পদক্ষেপ যথেষ্ঠ তাতপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Asansol By Election

উল্লেখ্য এবারেই কেন্দ্র থেকে বিজেপির পদপ্রার্থী হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra paul)।  তৃণমূলের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)।  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,  আসানসোলে অবাঙালি ভোটব্যাংকে কাজে লাগাতেই শত্রুঘ্ন সিনহা কে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল।

অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি আসানসোল এলাকায় গেরুয়া শিবিরের মাটি শক্ত।  সে ক্ষেত্রে অগ্নিমিত্রা পল সাংসদ হিসেবে জয়ী হলে, অবাক হওয়ার কিছুই থাকবে না।

সম্পর্কিত পোস্ট