পুলিশি নিরাপত্তায় হাজিরা দিলেন কৃষক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আশীষ মিশ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৪ জন কৃষককে গাড়িতে পিষে মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। কিন্তু ঘটনার পর থেকেই ফেরার ছিলেন আশীষ।
বৃহস্পতিবার আশীষের বিরুদ্ধে সমন জারি করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দরজায় নোটিশ লাগায় পুলিশ। তবুও শুক্রবার হাজিরা এড়িয়ে যায় আশীষ। শনিবার পুলিশি নিরাপত্তায় উপস্থিত হয় সে। এমনকি ওই থানার পিছনের গেট দিয়ে প্রবেশ করতে হয় তাঁকে।
ইতিমধ্যেই আশীষের জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি উপস্থিত হয়েছেন। এফআইআরে আশীষের বিরুদ্ধে সিআরপিসি ১৬০ ধারা জারি করা হয়েছে। এদিন আশীষের উপস্থিতির আগেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।
ইতিমধ্যেই আশীষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে কালো জিপ কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার সামনের বাম দিকে বসে ছিল আশীষ। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র জানিয়েছেন, ওই গাড়িটি তাঁর হলেও গাড়িতে আশীষ ছিলেন না। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, শুক্রবার শারিরীক অসুস্থতার কারণে তাঁর ছেলে হাজিরা দিতে পারেননি।
যদিও উত্তরপ্রদেশ সরকারের তদন্তের অগ্রগতি দেখে অসন্তুষ্ট ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। এখনও অবধি দোষিদের কেন গ্রেফতার করা হচ্ছে না? অভিযোগ তোলেন তিনি। এরপরেই প্রশাসনের তরফে তৎপরতা দেখা যায়।
সাত দিনের মধ্যে আশীষকে গ্রেফতার না করা হলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বকে জানিয়েছেন চন্দ্রশেখর আজাদ৷ রবিবার প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী কৃষক ন্যায় র্যালি করবেন কংগ্রেস নেতৃত্ব।