পুলিশ হেফাজতে থাকা আশীষ মিশ্রকে সরানো হতে পারে হাসপাতালে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttarpradesh) লাখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় অভিযুক্ত আশীষ মিশ্রকে সরানো হতে পারে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, আশীষের শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে৷ তাই তাঁকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে৷
৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৬ জন কৃষককে গাড়িতে পিষে হত্যার ঘটনায় সারা দেশে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশীষ মিশ্রর (Ashish Mishra) বিরুদ্ধে। মৃত পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয় যে গাড়িতে করে কৃষকদের পিষে মারা হয়েছে সেই গাড়িতে উপস্থিত ছিলেন আশীষ।
সুপ্রিম কোর্টের চাপে পড়ে ৯ অক্টোবর আশীষ পুলিশের কাছে হাজিরা দেয়৷ ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আশীষকে হেফাজতে নেয় পুলিশ। এখনও অবধি ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
লাখিমপুর খেরি জেলের সুপারিন্টেন্ডেন্ট পিপি সিং জানিয়েছেন, এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না আশীষের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে কী না। তবে তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা এলেই বলা সম্ভব।