পুলিশি হাজিরা এড়িয়ে গেলেন লাখিমপুর ঘটনায় অভিযুক্ত মন্ত্রী পুত্র আশীষ
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শুক্রবার সকাল ১০ টায় লাখিমপুর খেরি ঘটনায় অভিযুক্ত আশীষ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল উত্তরপ্রদেশ পুলিশ৷ কিন্তু তা এড়িয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ।
রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। চার কৃষকের গাড়ি পিষে হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ সেই মতো শুক্রবার সকাল ১০ টায় তলব করে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টিম। কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন আশীষ।
তদন্তের দায়িত্বভার আট জন পুলিশের তৈরি কমিটির ওপর বর্তায়৷ যার নেতৃত্বে রয়েছেন উপেন্দ্র আগরওয়াল। এদিন দীর্ঘ সময় ধরে আশীষের জন্য অপেক্ষা করেন তিনি। যদিও এর আগে আই জি লক্ষ্মী সিং জানিয়েছিলেন, কাউকে রক্ষা করা হচ্ছে না। আপনারা নিশ্চিত থাকুন পুলিশ সঠিক পদক্ষেপ নেবে।
আশীষের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে স্পষ্ট লেখা, রবিবার ৩ টে নাগাদ বানওয়ারিপুরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন আশীষ। সেই সময়েই ঘটনাটি ঘটে। একটি কালো জিপে দ্বারা কৃষকদের পিষে মারা হয়। সেই গাড়ির বাম দিকে বসেছিলেন তিনি। ঘটনার পর ১৫ থেকে ২০ জন সশস্ত্র বাহিনী আশীষকে নিয়ে যায়। তাঁদের গুলিতে ২২ বছরের গুরবিন্দর সিংয়ের মৃত্যু হয়।
এর আগে অখিলেশ যাদব, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধি দলের নেতারা সরব হয়েছিলেন লাখিমপুরের ঘটনার বিরুদ্ধে। মন্ত্রীর ছেলে বলে ছাড় পাচ্ছে বলে অভিযোগ তোলেন অনেকেই।
এরপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে ঘটনায় কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং কাদের গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তৎপর হয় প্রশাসন৷ বিকেলেই আশীষের বাড়ির বাইরে একটি নোটিশ লাগায় পুলিশ। ঘটনায় লব কুশ এবং আশীষ পাণ্ডে নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।