অশোক ভট্টাচার্যের ভাইপোকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান পাপিয়া পালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অশোক ভট্টাচার্যর ভাইপোকে হোম কোয়ারেন্টাইন থাকার অনুরোধ জানালেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান পাপিয়া পাল।
করোনায় আক্রান্ত শিলিগুড়ির কর্পোরেশনের প্রশাসন বোর্ডের প্রধান অশোক ভট্টাচার্য। এদিকে ভাইপো অভ্রদীপ ভট্টাচার্য জলপাইগুড়ি পুরসভার অফিসার। তারা এক বাড়ির বাসিন্দা হওয়ায় উদ্বেগ ছড়াল জলপাইগুড়ি পুরসভায়।
কর্মীদের আশ্বস্ত করতে এগিয়ে আসতে হল জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান পাপিয়া পালকে।
পাপিয়া পাল জানান গত কয়েকদিন ধরে ছুটিতে থাকায় অফিসে আসছেন না অভ্রদীপ বাবু । অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত খবর পাওয়ার পর নিয়ম মেনে আগামী ১৪ দিন অভ্র বাবুকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার থেকে রাজ্যে ৬০ লক্ষ পরিয়ায়ী শ্রমিককে রেশন দিচ্ছে রাজ্য
এদিকে জেলা প্রশাসনের সূত্রে খবর,দার্জিলিং জেলায় কোভিডে ইতিমধ্যেই আক্রান্ত ২২০ জন। তার মধ্যে সক্রিয় আক্রান্ত ১১০ জন। ওই জেলায় এখন পর্যন্ত কোভিডে দার্জিলিং জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের।
তবে উত্তরবঙ্গে কোনও রাজনৈতিক নেতার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি। তবে, এখনও পর্যন্ত একাধিক রাজনৈতিক নেতা কোভিডে আক্রান্ত হয়েছেন।
সংক্রমণের পর সদ্য হাসপাতালে চিকিৎসা করিয়ে রোগমুক্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষও আক্রান্ত হয়েছিলেন করোনাতে।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, তাঁর পরিবারেও কয়েক জনও করোনায় আক্রান্ত।