পরবর্তী সভাপতি পদে রাহুল গান্ধীর নাম প্রস্তাব গেহলোটের, সমর্থন অধিকাংশের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার সারা দেশের নজর রয়েছে নয়া দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। কারণ, দীর্ঘ সময় ধরে চলা মতবিরোধ কাটিয়ে কংগ্রেসের নীতি নির্ধারণ কমিটি কী সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। এরই মধ্যে সভাপতি পদের নির্বাচন ঘিরে কম জল্পনা হচ্ছে না।
সূত্রের খবর, এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের পরবর্তী সভাপতি পদে রাহুল গান্ধীকে ফিরিয়ে আনার প্রস্তাব দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। সেই প্রস্তাবে সমর্থন করেন অধিকাংশ নেতারাই। আগামী বছরের নির্বাচনের আগেই কী কোনও সিদ্ধান্ত নেবে দল।
এদিন বৈঠকের শুরুতেই নিজেকে পূর্ণ সভাপতি বলে ঘোষণা করেন সোনিয়া গান্ধী। চার রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে সোনিয়া গান্ধীকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চাইছে কংগ্রেস। তাই সেপ্টেম্বরে দলীয় নির্বাচন সারতে চাইছেন তাঁরা।
রাজনৈতিক মহলের মতে, সভাপতি পদে রাহুল গান্ধীর নাম প্রস্তাবে আনা নতুন কিছু নয়। কারণ, সভাপতি পদে সোনিয়া গান্ধী থাকলেও দলের ডিশিসন মেকার রাহুল। কিন্তু রাহুলকে অসমর্থন রয়েছে দলীয় নেতৃত্বের মধ্যে। তবে কী নির্বাচন? নাকি বিনা প্রতিদ্বন্দ্বীতায় হবে রাহুল গান্ধীর সভাপতি পদে কামব্যাক? তাকিয়ে রাজনৈতিক মহল।