পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ TMC, ত্রিপুরায় খেলা হবে না: হিমন্ত বিশ্বশর্মা
হিমন্ত আগে বলেছিলেন ত্রিপুরায় ঘরে ঘরে চাকরি হবে
দ্য কোয়ারি ডেস্ক: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না। সে দল পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে। তাদের খেলা হবে না উত্তর পূর্ব ভারতের কোথাও। সরাসরি এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনিই বিজেপির তরফে উত্তর পূর্ব ভারতের সহযোগী সব দলের মঞ্চ নেডা (নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স) আহ্বায়ক।
সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দ্রুত ত্রিপুরায় পাঠাচ্ছে বিজেপি। সে রাজ্যে সরকারের অভ্যন্তরে ব্যাপক রদবদলের ইঙ্গিত দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাতেই প্রশ্ন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেব থাকবেন তো? খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ত্রিপুরা বিজেপিতে বিদ্রোহ চরমে। একাধিক নেতা ও বিধায়ক দলত্যাগে প্রস্তুত।
ভাঙন ঠেকাতে হিমন্ত বিশ্বশর্মা কে আগরতলায় পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে মরিয়া বিজেপি। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গুয়াহাটিতে একটি বেসরকারি সংবাদমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর দাবি, কোনও অবস্থায় ত্রিপুরা সহ উত্তর পূর্বের কোনও রাজ্যে তৃনমূলের ঠাঁই হবেনা। তারা পশ্চিমবঙ্গেই সীমিত থাকবে।
হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগান কিছু বাঙালিদের মধ্যে জনপ্রিয়। উত্তর পূর্বের বাঙালিদের তা স্পর্শ করবে না। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে মমতার পরাজয়কে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্বশর্মা।
এদিকে আগরতলার খবর, জলদি রাজ্যে আসছেন বিজেপির দিল্লি ও উত্তর পূর্বের শীর্ষ নেতারা। এই দলে থাকবেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি অসমের স্বাস্থ্যমল্ত্রী থাকাকালীন ত্রিপুরা বিধানসভা ভোটে বিজেপির অন্যতম ভোট ম্যানেজমেন্ট পালন করেছিলেন। নির্বাচনে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন হয়। বিজেপি আইপিএফটি জোট সরকার গড়ে।
ত্রিপুরা বিধানসভা ভোটে বিজেপির ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতি এখন তাদের কাছেই বুমেরাং হয়ে এসেছে। বাড়ি বাড়ি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকারি হিসেবেই স্পষ্ট, ত্রিপুরায় ঘরে ঘরে কর্মসংস্থান হয়নি। ভোটের সময় হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, ভিশন ডকুমেন্টে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হলে বিজেপি কে যেন আর ত্রিপুরাবাসী ক্ষমতায় না আনেন। সেই কথাই এখন তাঁকে তাড়া করছে।