অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় দু’মাস অসুস্থ থাকার পর অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, গত দুই দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সোমবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

২৫ অগাস্ট শরীরে করোনা ধরা পড়ার পর গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। পরে শারীরিক উন্নতি দেখা গেলেও ২ নভেম্বর ফের ভর্তি হতে হয় তাঁকে। দেহের একাধিক অঙ্গ কার্যক্ষমতা আগে থেকেই হারিয়ে ফেলেছিল। ডায়ালিসিস এবং লাইফ সাপোর্ট মেশিনের মাধ্যমে রবিবার শারীরিক উন্নতি হয় তাঁর। কিন্তু শনিবার থেকে শ্বাসকষ্টের কারণে জ্ঞান হারান ৮৬ বছরের বর্ষীয়ান কংগ্রেস নেতা। সেটাই চিকিৎসকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ করোনা ভ্যাক্সিন বন্টন নিয়ে বৈঠকে মোদি-মমতা

রবিবার কিছু জ্ঞান ফিরেছিল। হাত এবং চোখের পাতা নড়াচড়া দেখে তাঁর শারীরিক উন্নতির ইতিবাচক দিক লক্ষ্য করেন চিকিৎসকরা। কিন্তু মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি। ‘হেমোডাইনামিকালি’ সুস্থ অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক অভিজিৎ শর্মা। আগামী ২৪ ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ বলে দাবী করেন চিকিৎসক। সোমবার ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

এই মুহুর্তে এইমসের বেশ কিছু চিকিৎসকের নজরদারীতে রয়েছেন তরুণ গগৈ। প্রয়োজন পড়লে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। দাবী চিকিৎসকদের।

সম্পর্কিত পোস্ট