প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার বিকেল ৫ টা ৩৪ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল।
এর আগে তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন তরুণ গগৈ। সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
Former Assam CM and Congress leader Tarun Gogoi ( in file photo) passes away in Guwahati, announces state health minister Himanta Biswa Sarma pic.twitter.com/UBn3AS2CEF
— ANI (@ANI) November 23, 2020
গত অগাস্ট মাসেই কোভিড আক্রান্ত হন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তখন থেকেই গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। কিন্তু ফের ২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন থেকেই তাঁর সঙ্গে ছিলেন ছেলে গৌরব গগৈ।
শনিবার থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয় তরুণ গগৈয়ের। বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। তার ওপর আগে থেকেই একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। সেটাই চিকিৎসকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক পকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
I express heartfelt condolences on the demise of former Chief Minister, a tall leader & our most respected Tarun Gogoi da. It’s the end of an era in Assam’s public life. He was so vibrant and full of life until a few days back, couldn’t believe this sad news. pic.twitter.com/GFiAsmc4FB
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) November 23, 2020