মিজেরাম পুলিশ লাইট মেশিনগান থেকে গুলি চালায়, টুইট অসমের মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ডেস্ক: এমন অবস্থা যে পুলিশ বনাম পুলিশের গুলির লড়াইয়ের অভিযোগ করছেন অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রীরা। দুই মুখ্যমন্ত্রীর দাবি, অন্যপক্ষ গুলি চালিয়ে অশান্তি শুরু করেছে। সোমবার যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় অসম ও মিজোরাম আন্ত:রাজ্য সীমানায়, তাতে ৫ অসম পুলিশ কর্মী মৃত। ৬৭ জন জখম। এমনকি মিজোরাম সীমানার অসমের কাছাড় জেলার পুলিশ সুপার গুলিবিদ্ধ হয়ে সংকটজনক।
সূত্রের খবর গুলিবিদ্ধ কাছাড় জেলার এসপি এন ভি চন্দ্রকান্তকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। অসম সরকারের অভিযোগ, প্রতিবেশি মিজোরামের পুলিশ গুলি চালিয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার টুইট করে আরও অভিযোগ করেন, মিজোরামের পুলিশ দুষ্কৃতিদের মদত দিতে লাইট মেশিনগান থেকে অসম পুলিশের দিকে গুলি চালাতে থাকে। যদিও মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি, অসমের পুলিশ গুলি চালিয়ে হামলা শুরু করেছিল। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার অভিযোগ, অসমের দিক থেকে বারবার উত্তেজনা তৈরি করা হয়।
অসম ও মিজোরাম সীমানার ১৬৪ কিলোমিটার এলাকা নিয়ে মাঝে মধ্যে উত্তেজনা ছড়ায়। বিশেষ করে অসমের কাছাড় জেলার মিজো প্রান্তিক বাসিন্দারা বারবার প্রতিবেশি রাজ্যের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন। এমনই অভিযোগ করে অসম সরকার। মিজোরাম সরকারও উল্টো অভিযোগ করে। দশকের পর দশক এই আন্ত:রাজ্য সীমানা ঘিরে দ্বন্দ্ব সোমবার যেরকম রক্তাক্ত আকার নিল, তা নজিরবিহীন।
রক্তাক্ত উত্তর পূর্ব: অসম পুলিশ প্রথমে গুলি চালায় অভিযোগ মিজোরাম সরকারের
স্বাধীনতা পরবর্তী এমন আন্ত:রাজ্য পুলিশের মধ্যে গুলির লড়াইয়ের অভিযোগ ও সংঘর্ষে একাধিক পুলিশ কর্মীর মৃত্যু আগে দেখা যায়নি বলেই বিশ্লেষণে উঠে আসছে।
গোটা ঘটনায় প্রবল আলোড়িত দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর পূর্বাঞ্চল সফরের পরেই এমন রক্তাক্ত ঘটনা, যেখানে খোদ দুই রাজ্যের সরকার পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করছে তাতে আরও বিব্রত বিজেপি। অসমে বিজেপির সরকার। আর মিজোরামে সরকারের শরিক বিজেপি।
সোমবারের পরিস্থিতির জেরে মঙ্গলবারও প্রবল উত্তেজনা অসমের কাছাড় জেলায়। উল্টোদিকে মিজোরামের কৈলাশিব জেলাতেও আতঙ্ক। কাছাড়বাসী লক্ষ লক্ষ বাঙালি প্রবল আতঙ্কে আছেন। তারা বারবার জাতিগত বিদ্বেষের কারণে নিজ রাজ্য ও প্রতিবেশি রাজ্যে আক্রান্ত হন।