রাজ্য সরকার নিয়ন্ত্রিত টোল এবং মাদ্রাসা বন্ধের নির্দেশ অসম সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অসম রাজ্য সরকার নিয়ন্ত্রিত সমস্ত সরকারী মাদ্রাসা গুলিকে রেগুলার স্কুলে পরিবর্তিত করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। এবিষয়ে নভেম্বরে নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সরকারের টাকায় কোরান পড়া যাবে না। দাবী অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার৷ যদি তাই-ই হয় সেক্ষেত্রে কোরানের সঙ্গে বাইবেল এবং গীতাও পড়াতে হবে স্কুলগুলিতে।

ইতিমিধ্যেই মদ্রাসা শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত ১৪৮ জন শিক্ষককে রেগুলার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার৷

অসম মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এসএন দাস ডিরেক্টরকে চিঠি দিয়ে জানিয়েছেন, সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তাই ১৪৮ জন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষকদের রেগুলার শিক্ষা ব্যবস্থায় স্থানান্তরিত করা হোক।

এবিষয়ে একটি মেমো শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয়েছে। গত দু’বছর ধরেই রাজ্য সরকারের অধীনে থাকা টোল এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থা তুলে দেওয়ার কথা জানিয়েছিল অসম সরকার। বহুত্ববাদের ভারতবর্ষে সরকারের টাকার ধর্মের শিক্ষাব্যবস্থা চালানো যাবে না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kmda-wants-to-develop-rabindra-sarobar-as-an-eco-friendly-tourism-destination/

এই মুহুর্তে অসমে রাজ্য সরকার নিয়ন্ত্রিত ৬১৪ টি মাদ্রাসা প্রতিষ্ঠান চালু রয়েছে। প্রায় ৯০০ টি ব্যক্তিগত মাদ্রাসা চালাচ্ছে জামায়েত উলেমা-ই-হিন্দ। অন্যদিকে রাজ্য সরকার নিয়ন্ত্রিত ১০০ টি টোল রয়েছে। বাকি ৫০০ টি টোল প্রাইভেট।

সম্পর্কিত পোস্ট