আজ থেকে শুরু বিধানসভার অধিবেশ, দুপুর ১ টায় সর্বদলীয় বৈঠক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বিধানসভার অধিবেশন (WEstbengal Assembly) আজ থেকে শুরু হচ্ছে। দুপুর একটায় অধ্যক্ষের ঘরে সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকা হয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। তিনটের সময় অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে।

১৮ই নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। তবে এবার বিধানসভার অধিবেশন চলাকালীনই থাকছে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজোর মতো একাধিক উৎসব।উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন চলবে না বলে সরকারপক্ষের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

জঙ্গি হানার আশঙ্কা ! কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে সতর্ক থাকার বার্তা প্রশাসনের

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, উৎসবের দিন গুলিকে বাদ রেখেই বিধানসভা অধিবেশন বসবে। বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা (Manij Tigga) এক চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানান।

তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, ১-১৮ নভেম্বরের মধ্যে রাজ্যে সনাতনী এবং আদিবাসীদের একগুচ্ছ উৎসব রয়েছে। এই সময়ের মধ্যে রয়েছে ধনতেরস(Dhanterus), লক্ষ্ণীপুজো(Lakhsmipuja), কালীপুজো(Kalipuja), দীপাবলি(Diwali), ভ্রাতৃদ্বিতীয়া(Vaifota) ও ছটপুজোর(Chatpuja) মতো উৎসব। আবার আদিবাসীদের দেওসি উৎসব রয়েছে তাই এই সময় অধিবেশন না রেখে পিছিয়ে দেওয়া হোক।

সম্পর্কিত পোস্ট