অসম চুক্তির ষষ্ঠ অধ্যায়ের রিপোর্ট প্রকাশ করল আসু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অসম চুক্তির ষষ্ঠ দফা রূপায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সেই সুপারিশ জনসমক্ষে আনল আসু।
সূত্রের খবর, কমিটি দ্বারা গঠিত সুপারিশ পত্র মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল হয়ে অমিত শাহের দফতরে উপস্থিত হলেও তা কার্যকর হয়নি।
বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে গঠিত এই কমিটি ভূমি সংস্কার আইন, ইনার লাইন পারমিট, অসমের ভাষা, সংস্কৃতি সহ একাধিক ব্যবস্থার বিষয়ে বিস্তৃত সুপারিশ পত্র জমা দেওয়া হয়।
এমনকি সেখানে অসমের ভূমি পুত্রদের জন্য লোকসভা বিধানসভা সহ সমস্ত ধরনের নির্বাচনে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়। যা নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সুপারিশ প্রতিবেদন অনুযায়ী সমস্ত ধরনের নির্বাচনে অসমের ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের দাবী করা হয়।
কিন্তু কেন্দ্র গঠিত এই কমিটির তিন আসু সদস্য নির্বাচনে ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ আসন সংরক্ষণের দাবী তোলেন।
অমিত শাহকে দেওয়া কমিটির সুপারিশে বলা হয়, ১৯৫১ সালের ১ লা জানুয়ারি বা তার আগে থেকে যে সমস্ত ভারতীয়, অসমের জাতি, উপজাতি এবং জনগোষ্ঠী অসমে বাস করছে তাঁদেরকে এবং তাঁদের বংশধরদের অসমিয়া হিসাবে চিহ্নিত করতে হবে।
ফের বাড়ল আক্রান্তের হার, ২৪ ঘণ্টায় ভারতে করোনা পজিটিভ ৬০,৯৬৩
সেইসঙ্গে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যে সমস্ত বাংলাদেশী অসমে প্রবেশ করেছে তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা কেন্দ্রকে করতে হবে। ততদিন চিহ্নিত বাংলাদেশীদের অসমের বাইরে রাখার প্রস্তাব দিয়েছে ওই কমিটি।
পাশাপাশি সঠিক সময়ের পর অসমর ভারত-বাংলাদেশ সীমান্ত একেবারে সিল করে দেওয়ার কথাও সুপারিশ পত্রে জানানো হয়েছে।
চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী, আধা কেন্দ্রীয় সরকারী এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ সি এবিং গ্রুপ ডি বিভাগে চাকরির ক্ষেত্রে ৮০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব রেখেছে ওই কমিটি। একই ইস্যুতে ১০০ শতাংশ সংরক্ষণের দাবী তোলেন ওই কমিটির বেশ কিছু সদস্য।
সুপারিশ প্রতিবেদনে জমির মালিকানার বিষয় এবং কেনাবেচার বিষয়ের অধিকার শুধুমাত্র অসমীয়াদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়।
গোটা রাজ্যে অসমীয়া ভাষাকে সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে বেশ কিছু জায়গায় আদিবাসী, জনজাতি, উপজাতি ভাষাকেও গুরুত্ব প্রদানের কথা তোলা হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কুলগুলিতে ইংরেজি এবং হিন্দির পাশাপশি অসমীয়া ভাষাকেও গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জানিয়েছেন, অসম চুক্তি রূপায়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যসরকার বদ্ধ পরিকর। তবে আগেভাগে এই সুপারিশ প্রকাশ করে দেওয়াকে সমর্থন জানাননি তিনি। এক্ষেত্রে সময় লাগবে। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।